Shraddha Kapoor Marriage Rumour

পুজোর আবহে বড় খবর! প্রেমপর্ব পেরিয়ে বছরশেষে বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কপূর! পাত্র কে?

বিমানে পাশাপাশি বসে যাতায়াতের ছবি প্রায়ই ভাইরাল হয়েছে। তখনও নায়িকা স্বীকার করতে চাননি, তিনি প্রেমে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬
Share:

কপূর পরিবারে বিয়ের সানাই! ছবি: সংগৃহীত।

‘না’, ‘না’ করতে করতে অবশেষে ‘হ্যাঁ’ বলেই দিলেন নায়িকা! পুজোর আবহে খুশির খবরে উত্তেজিত বলিউড। সব ঠিক থাকলে নাকি বছরশেষে বিয়ের সানাই বাজতে পারে। সাতপাক ঘুরতে পারেন শ্রদ্ধা কপূর। পাত্র কে?

Advertisement

কানাঘুষো, লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে চলেছেন তিনি। তেমনই আভাস নাকি দিয়েছেন ‘স্ত্রী’-খ্যাত নায়িকা। রাহুলের সঙ্গে প্রায়ই শ্রদ্ধাকে বিমানে করে নানা জায়গায় যেতে দেখা গিয়েছে। যখনই তাঁরা একসঙ্গে আকাশপথে ভ্রমণ করেছেন, পাশাপাশি আসনে বসেছেন। সেই মুহূর্ত এবং ছবি ভাইরাল বিমানসেবিকাদের কল্যাণেই! তখন গুঞ্জন ছড়িয়েছিল, সম্পর্কে রয়েছেন লেখক আর নায়িকা।

এর পর নানা সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে শ্রদ্ধাকে। তিনি এড়িয়ে গিয়েছেন। অবশেষে সাম্প্রতিক একটি ভিডিয়োয় দেখা গিয়েছে রাহুল তাঁর ‘প্রিয় বান্ধবী’র কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। শ্রদ্ধা খেতে বসেছেন। লেখক সেই মুহূর্ত ক্যামেরায় ধরতেই লজ্জায় ‘হ্যাট’ বলে উঠেছেন নায়িকা। তার পরেই বলিউডে গুঞ্জন, ক্রমশ নিজেদের প্রেম প্রকাশ্যে আনছেন যুগলে। তা হলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে তাঁরা? এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement