Bengali Mega Chirodini Tumi Je Amar Update

ম্যালেরিয়া কমলেও রয়েছে লিভারের সমস্যা, সে সব নিয়েই কি ‘চিরদিনই তুমি যে আমার’-এ সৌমিতৃষা?

“শুধু ‘চিরদিনই তুমি যে আমার’ কেন! লিখুন, একই সঙ্গে একই সময়ে অন্য চ্যানেলের নতুন একটি ধারাবাহিকেও নায়িকা”, হাসতে হাসতে দাবি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৬:৪২
Share:

সৌমিতৃষা কুণ্ডু কি দিতিপ্রিয়া রায়ের জুতোয় পা গলাচ্ছেন? ছবি: ফেসবুক।

সদ্য ম্যালেরিয়া থেকে উঠেছেন। সঙ্গে ছিল ভাইরাল জ্বর আর প্রবল শ্বাসকষ্ট। সে সব কমলেও লিভারের সমস্যা রয়েই গিয়েছে। এ দিকে টেলিপাড়ায় গুঞ্জন, সৌমিতৃষা কুণ্ডু ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন নায়িকা!

Advertisement

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। “শুধু ‘চিরদিনই তুমি যে আমার’ কেন! লিখুন, একই সঙ্গে একই সময়ে অন্য চ্যানেলের নতুন একটি ধারাবাহিকেও নায়িকা। লীনা গঙ্গোপাধ্যায় নতুন ধারাবাহিক আনছেন। সেখানেও আমিই রয়েছি”, কলকলিয়ে উঠেছেন অভিনেত্রী। ছোটপর্দা থেকে অনেক দিন দূরে থাকার কারণেই কি তাঁকে ঘিরে এত কথা? “হতেই পারে”, মেনে নিয়েছেন তিনিও। জানিয়েছেন, তিনিও ছোটপর্দায় ফিরতে চান। কিন্তু দিতিপ্রিয়ার ছে়ড়ে যাওয়া চরিত্রে তাঁকে দেখা যাবে না।

চলতি বছরে বারে বারে অসুস্থ হয়ে পড়েছেন সৌমিতৃষা। কখনও কোমরের সমস্যা, মেরুদণ্ডের চোট তাঁকে ভুগিয়েছে। কখনও তাঁর কিডনিতে সমস্যা তৈরি হয়েছে। সবে সুস্থ হয়ে উঠছিলেন, ফের ম্যালেরিয়া এবং ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি! “পরিচালক অয়ন চক্রবর্তীর সিরিজ় ‘কালরাত্রি ২’-এর শুটিং হচ্ছিল গঙ্গাপারে। ওখানেই প্রচুর মশার কামড়ে এই দশা। তখন গরমও ছিল খুব। শুট করতে করতে দরদরিয়ে ঘামতাম। সেই ঘাম বসে বুকে-পিঠে সর্দি। শ্বাসকষ্ট শুরু।” তাই নিয়েই শুটিং করেছেন তিনি। ডাবিংও সেরেছেন একই ভাবে।

Advertisement

অভিনেত্রী জানিয়েছেন, পরিচালকও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেওয়ায় তিনি অভিনেত্রীর মতো কাবু হননি।

গোটা বছর অভিনয় থেকে দূরে। আগামী বছর বড় করে ফিরতে চলেছেন সৌমিতৃষা?

অভিনেত্রীরও তেমনই আশা। বললেন, “আমিও তেমনই আশা করেছি। বছর শেষ হতে আর একমাস বাকি। নতুন করে তাই কিছু শুরু করতে চাইছি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement