Dev VS Ankush

পুজোয় ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’! পর্দায় দেব বনাম অঙ্কুশের দ্বৈরথ? কী বলছে টলিপাড়া?

প্রতি বছরের মতো এ বছরেও পুজোয় একগুচ্ছ ছবিমু্ক্তি। তার মধ্যে অন্যতম দেবের 'রঘু ডাকাত', নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ ২’। শারদীয়ায় ফের টক্কর?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩
Share:

এ বছরের পুজোয় দেব আর অঙ্কুশ হাজরার দ্বৈরথ? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত বছরের পুজোয় শুরু। এ বছরের গোড়া থেকে সেই দ্বন্দ্ব জারি। কেউই বিষয়টিতে সিলমোহর দেননি। কিন্তু টলিউড জানে, দেবের সঙ্গে ছবির বাণিজ্যে কেউ যদি প্রতিযোগিতায় নামতে পারেন, তাঁরা নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কেন এই চর্চার সূত্রপাত? নেপথ্যে, বছর দুয়েক আগের শারদীয়া-মুক্তি ‘রক্তবীজ’ আর ‘বাঘা যতীন’ ছবি দু’টি। প্রথমটির প্রযোজক নন্দিতা-শিবপ্রসাদের উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। দ্বিতীয়টি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। দু'টি ছবিই হিট। তবে প্রথমটি বাকি পুজোমুক্তি ছবিগুলির চাইতে এগিয়ে ছিল।

Advertisement

২০২৩-এ প্রথম পুজোমুক্তি নন্দিতা-শিবপ্রসাদের। ওই ছবি দিয়ে থ্রিলারধর্মী ছবির দুনিয়ায় পা তাঁদের। সে বছর মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’, কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’। সব ছবিকে ‘রক্তবীজ’ ছাপিয়ে যেতেই নড়ে বসেছিল টলিউড। ২০২৪-এও সেই ধারা অব্যাহত। গত পুজোমুক্তি সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’, নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’, পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’। ওই পুজোতেও একই ঘটনা। ‘টেক্কা’ ভাল ফল করলেও ‘বহুরূপী’ বিক্রির রেকর্ড গড়েছে। আর তার পর থেকেই যেন টলিউডে অলিখিত দুই শিবির! যার আঁচ পড়েছে সমাজমাধ্যমেও।

দেব বা নন্দিতা-শিবপ্রসাদ এই ধরনের প্রতিযোগিতায় বিশ্বাসী নন। কিন্তু দেবের অনুরাগী বলে পরিচিত একদল নেটাগরিক গত শীতে সমাজমাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার পারদ চড়িয়েছিলেন। শিবপ্রসাদকে খোলাখুলিই শাসিয়েছিলেন, দেবের সঙ্গে যেন তিনি এক দিনে ছবিমুক্তি না ঘটান। ব্যবসায়িক সাফল্যের প্রতিযোগিতায় না নামেন। সে সবের তোয়াক্কা না করেই চলতি বছরের গোড়ায় উইন্ডোজ় প্রযোজনা সংস্থা সমাজমাধ্যমে ২০২৫-এর ছবিমুক্তির তালিকা ঘোষণা করে। ব্যস, দেব অনুরাগীদের দ্বন্দ্ব আরও জোরালো। শিবপ্রসাদের পাশাপাশি সমাজমাধ্যমে তাঁরা অশ্লীল আক্রমণ করেন পরিচালক-পত্নী, চিত্রনাট্যকার জ়িনিয়া সেনকেও। তাঁর বিকৃত ছবি ছড়িয়ে।

Advertisement

বিষয়টি প্রশাসনিক স্তর পর্যন্ত গড়ায়। থানায় লিখিত অভিযোগ জানান শিবপ্রসাদ। এর পর স্তিমিত হয় গোটা ব্যাপার। পরে দেবও সমাজমাধ্যমে ভিডিয়োবার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন। সেই সময় জানা গিয়েছিল, এ বছরের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে দেবের ‘রঘু ডাকাত’ এবং নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ ২’। প্রথম ছবিতে দেব মুখ্য ভূমিকায়, তিনিই ‘রঘু ডাকাত’। থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ইধিকা পাল-সহ বেশ কিছু তারকা। দ্বিতীয় ছবিতে দাপুটে খলনায়কের ভূমিকায় অঙ্কুশ হাজরা। সঙ্গে থাকবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়-সহ ‘রক্তবীজ’ ছবির বাকি অভিনেতারা। আগের ছবিতে আইটেম গানে দেখা গিয়েছিল অঙ্কুশকে। এ বার সেই ভূমিকায় নুসরত জাহান। অর্থাৎ, এই ছবিও তারকাখচিত।

যুযুধান দুই পক্ষই যে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না— পুজোর ছবির নামঘোষণার পর থেকেই চর্চা চলছে টলিউডে।

যাঁদের নিয়ে এত চর্চা, তাঁরাও কি তাই-ই ভাবছেন? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল দেব, নন্দিতা, শিবপ্রসাদ, অঙ্কুশের সঙ্গে। প্রত্যেকে নীরবতা পালন করেছেন। তবে টলিপাড়া বলছে, কখনও দুই অভিনেতা বা দু'টি ছবি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় নামে না। ছবি হিটের আসল ফর্মুলা লুকিয়ে ছবির বিষয় বা কনটেন্টে। যে ছবির গল্প, চিত্রনাট্য যত বেশি জোরালো, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সেই ছবির পাল্লা ততটাই ভারী। গত দু’বছরের পুজোমুক্তি সে দিকটাই তুলে ধরেছে। এখন দেখার, ২০২৫-এও সেই ধারা অব্যাহত থাকে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement