শীত-সন্ধ্যা জমিয়ে তুলছে নাট্য উৎসব

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নাটক দেখার টানে মানুষ উৎসাহ নিয়ে শহরের সুরেশরঞ্জন শিশু উদ্যান লাগোয়া মন্মথ রায় নাট্যমঞ্চে রোজ সন্ধ্যায় ভিড় করছেন। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায়প গত ১৯—২৪ ডিসেম্বর, টানা ছ’দিন ধরে অনুষ্ঠিত অন্তর্বঙ্গ নাট্য উৎসবে বিনা মূল্যে ৯টি নাটক দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ০২:৩৮
Share:

মালবাজার নাট্যোৎসবে হাওড়া অনুযুগের নাটক।— নিজস্ব চিত্র।

নাট্য উৎসব নিয়ে শীতের সন্ধ্যা জমে উঠেছে উত্তরবঙ্গের বিভিন্ন শহর।

Advertisement

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নাটক দেখার টানে মানুষ উৎসাহ নিয়ে শহরের সুরেশরঞ্জন শিশু উদ্যান লাগোয়া মন্মথ রায় নাট্যমঞ্চে রোজ সন্ধ্যায় ভিড় করছেন। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায়প গত ১৯—২৪ ডিসেম্বর, টানা ছ’দিন ধরে অনুষ্ঠিত অন্তর্বঙ্গ নাট্য উৎসবে বিনা মূল্যে ৯টি নাটক দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রথমদিন “রাবণ বধ” নাটকের পরে রবিবার এক সন্ধ্যায় “দর্পচূর্ণ” এবং “সুন্দর” মঞ্চস্থ হয়েছে। সোমবার মালদহের “গম্ভীরা গম্ভীরা” নাটক দেখতে মঞ্চাসন পুরো ভর্তি ছিল। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, জলপাইগুড়ি, মালদহের পর শেষদিনের আকর্ষণ বালুরঘাটের হরিমাধব মুখোপাধ্যায়ের নির্দেশনা ও অভিনীত নাটক “ব্যাপিকা বিদায়।“

শিলিগুড়িতে ২ জানুয়ারি থেকে দীনবন্ধু মঞ্চে শুরু হচ্ছে পঞ্চদশ শিলিগুড়ি নাট্যমেলা-২০১৬। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য জানান, ১ জানুয়ারি নাট্যমেলা সফল করার লক্ষ্যে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বিকেল তিনটায় পদযাত্রা হবে। সকল নাট্যপ্রেমীদের সেখানে আহ্বান জানিয়েছেন তিনি। এবারের নাট্যমেলার স্লোগান—সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে থিয়েটার।

Advertisement

নাট্যমেলার উদ্বোধন করার কথা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের। ২ জানুয়ারি তাঁরই রচিত, পরিচালিত ও অভিনীত ‘মিথ্যেবাদী’ নাটক দিয়ে মেলা শুরু হচ্ছে। শিলিগুড়ির বলাকা নাট্যগোষ্ঠীর ‘চন্দ্রবিন্দু ও পাথরবাটি’ নাটকটি ছাড়াও কলকাতার শ্রুতিরঙ্গম, সংস্তব, রংরূপ, হ-য-ব-র-ল, ইচ্ছেমতো নাট্যগোষ্ঠীর নাটক দেখতে পাবেন দর্শকেরা। দর্শক টানতে টিকিটের সঙ্গে কুপন দিয়ে লটারিরও আয়োজন করা হয়েছে। এ ছাড়া সেরা নাটককেও পুরস্কৃত করা হবে। ২৫ ডিসেম্বর থেকে দীনবন্ধু মঞ্চের কাউন্টার ও ইকনমিক বুক স্টল থেকে টিকিট পাওয়া যাবে। ৩ জানুয়ারি বিকেল চারটেয় নাটক নিয়ে খোলা আলোচনার আয়োজন করা হয়েছে।

পাঁচ দিনে ন’টি নাটক দিয়ে এ বারের ৫ম বর্ষের নাট্যোৎসব আয়োজন করেছে মালবাজারের অ্যাক্টোওয়ালা নাট্যগোষ্ঠীও। ৯ ডিসেম্বর থেকে নাট্য উৎসব শুরু হয়। প্রথম দিনে নাটক শুরুর আগে সন্ধ্যায় মালবাজারের সুভাষিণী উচ্চ বালিকা বিদ্যালয়ের রবীন্দ্রভবনে নাট্যোৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব বিজয় মুখোপাধ্যায়।

পুরসভা মালবাজারে স্থায়ী মঞ্চ তৈরি করবে বলে এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে ঘোষণা করেন মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহা। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই অ্যাক্টোওয়ালার স্মারকপত্রিকা দর্পণেরও মলাট উন্মোচন হয়। মালবাজারের খুদে নাট্যকারদের নিয়ে তৈরি নাটক টুনটুনি লো যথেষ্টই সাড়া ফেলে। অনেকেই প্রথমবার মঞ্চে এসে তাক লাগানোর মতো অভিনয় করে। চবে অন্যতম সেরা পাওনা ছিল বারাসাত অনুশীলনী। হাওড়ার অনুযুগ এবং বালিগঞ্জ ব্রাত্যজনের নাটকও প্রশংসিত হয়। দক্ষিণবঙ্গের দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের গাজোলবিষাণ ও আলিপুরদুয়ারের সঙ্ঘশ্রী যুব নাট্য সংস্থা ও ডামডিম যুব নাট্য সংস্থার একটি করে নাটক উৎসবে মঞ্চস্থ করে। বেশ কিছু নাটকেই অভিনয়ের পাশাপাশি মঞ্চসজ্জা , আলোও নজর কেড়ে নেয়। ডুয়ার্স এলাকায় ভাল নাটক দেখার দর্শক রয়েছে, এখন নতুন প্রজন্ম উৎসাহিত হয়ে আরও বেশি করে নাটকের সঙ্গে যুক্ত হলেই উৎসবের স্বার্থকতা বলে জানান অ্যাক্টোওয়ালার পরিচালক তথা অভিনেতা সুধাংশু বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement