ম্যায় অউর চার্লস

আজই মুক্তি পেয়েছে রণদীপ হুডা এবং রিচা চাড্ডা অভিনীত ম্যায় অউর চার্লস। শুরুতেই দর্শকদের মন জয় করেছে ছবিটি। এক নজরে দেখে নিন এই ছবিরই একটি জনপ্রিয় গান।

Advertisement
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৫ ১৭:৫৭
Share:

আজই মুক্তি পেয়েছে রণদীপ হুডা এবং রিচা চাড্ডা অভিনীত ম্যায় অউর চার্লস। শুরুতেই দর্শকদের মন জয় করেছে ছবিটি। ছবিতে এক সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ। সত্যি ঘটনার ওপর নির্ভর করে চিত্রনাট্য লিখেছেন পরিচালক প্রাওয়াল রামন। ছবিতে একটি দীর্ঘ চুম্বন দৃশ্য রয়েছে নায়ক-নায়িকার। সিরিয়াল কিলারদের সূক্ষ্ম মনস্তত্ত্বের বিষয়টিও ধরা হয়েছে ছবিতে। ব্যাঙ্কক, দিল্লি, মুম্বই, গোয়া এবং উদয়পুরে ছবির শুটিং হয়েছে। এক নজরে দেখে নিন এই ছবিরই একটি জনপ্রিয় গান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement