Aditya Roy Kapoor Updates

সলমনের পরে কি আদিত্যের পালা? জোর করে ঢুকে পড়লেন অচেনা যুবতী, কিছুতেই বেরোবেন না!

আজ সলমন খানের বাড়ি তো কাল আদিত্য রায় কপূর। জোর করে ঢুকে পড়ছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ভক্তদের ভালবাসায় জেরবার বলিউড তারকারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:৪৩
Share:

আদিত্য রায় কপূরেরও কি সলমন খানের মতো অবস্থা? ছবি: সংগৃহীত।

ভক্তদের বাড়াবাড়ি রকমের ‘ভালবাসা’য় কি জেরবার বলিউড তারকাদের প্রাত্যহিক জীবন? না কি ভয়েরও কারণ বাড়ছে সেখানে? একের পর এক তারকার বাড়িতে অবাঞ্ছিত অনুপ্রবেশে তেমনই উদ্বেগ বাড়ছে। সলমন খানের পর এ বার আদিত্য রায় কপূরের বাড়িতে জোর করে ঢুকে পড়লেন এক অজ্ঞাতপরিচয় যুবতী। এ খবর ছড়ানোমাত্র এই প্রশ্ন ও উদ্বেগ ঘোরাফেরা করছে মায়ানগরীর অন্দরে। এই অচেনা যুবতীও নিজেকে অভিনেতার ‘একনিষ্ঠ ভক্ত’ বলে দাবি করেছেন। খবর, সেই ‘জোরে’ই তিনি আদিত্যের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে নাকি রাজি হচ্ছিলেন না!

Advertisement

বিষয়টি অনেকটা এ রকম। সোমবার রাতে আদিত্যের অনুপস্থিতিতে দুবাই থেকে এক মহিলা তাঁর বান্দ্রার (পশ্চিম) বাড়িতে আসেন। ধাক্কা দিয়ে দরজা খোলান। আওয়াজ শুনে পরিচারিকা সঙ্গীতা পওয়ার দরজা খোলেন। তাঁকে অচেনা যুবতীটি জানান, ফুল আর উপহার দিতে এসেছেন তিনি। সতর্ক সঙ্গীতা সঙ্গে সঙ্গে পাল্টা জানতে চান, অজ্ঞাতপরিচয় যুবতী কি আদিত্যের সঙ্গে কথা বলে সাক্ষাতের সময় নির্দিষ্ট করে এসেছেন? আগন্তুকের দাবি, তিনি দেখা করবেন জানিয়েই এসেছেন!

দ্বিধা সত্ত্বেও এর পর সঙ্গীতা তাঁকে ভিতরে ঢোকার অনুমতি দেন। বসার ঘরে বসানও। আদিত্য এলে সঙ্গীতা তাঁকে জানান, তাঁর সঙ্গে দেখা করতে দুবাই থেকে এক মহিলা এসেছেন। অভিনেতা পুরো ঘটনা শুনে আগন্তুকের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। আদিত্যের দাবি, তিনি অচেনা কারও সঙ্গে দেখা করবেন না। এ কথা জানিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েও যান। কিন্তু অভিনেতার বাড়ি থেকে তখন বেরোতে নারাজ অচেনা যুবতী। তাঁর সাফ দাবি, তিনি আদিত্যের অন্ধ ভক্ত। নায়কের সঙ্গে দেখা না করে কিছুতেই যাবেন না!

Advertisement

এর পরেই আদিত্যের ম্যানেজার ফোন করেন থানায়। পুলিশ আটক করে ওই মহিলাকে।

ঘটনাটি জানাজানি হতেই কপালে ভাঁজ পড়েছে টিনসেল টাউনের বাসিন্দাদের। এমনিতেই নিরাপত্তায় কমতি রাখছেন না তাঁরা। সারা ক্ষণ দেহরক্ষী ঘোরেন তাঁদের সঙ্গে। এ বার নিজের বাড়িতে নিশ্চিন্তে থাকার পাটও কি উঠতে চলেছে? এই প্রশ্ন নাকি ইতিমধ্যেই পরোক্ষে করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের প্রথম সারির একাধিক তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement