Entertainment News

২০০০ কোটি পেরিয়ে রেকর্ড করল দীপিকার ‘ট্রিপল এক্স’

সময়টা বেশ ভালই যাচ্ছে দীপিকার। এক দিকে বলিউডে একের পর এক বড় বাজেটের ছবি। হিটের ভাঁড়ারও ক্রমেই বাড়ছে। অন্য দিকে রীতিমতো খেল দেখালেন হলিউডেও। ডেবিউতেই করলেন বাজিমাত! হলিউডের প্রথম ছবি নিয়েই ঢুকে পড়লেন ২০০০ কোটির ক্লাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৫
Share:

সময়টা বেশ ভালই যাচ্ছে দীপিকার। এক দিকে বলিউডে একের পর এক বড় বাজেটের ছবি। হিটের ভাঁড়ারও ক্রমেই বাড়ছে। অন্য দিকে রীতিমতো খেল দেখালেন হলিউডেও। ডেবিউতেই করলেন বাজিমাত! হলিউডের প্রথম ছবি নিয়েই ঢুকে পড়লেন ২০০০ কোটির ক্লাবে।

Advertisement

ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ দিয়েই হলিউডে যাত্রা শুরু করে করেছিলেন নায়িকা। জানুয়ারিতে মুক্তি পাওয়ার পরেই দুর্দান্ত অ্যাকশনে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন দীপিকা। এখনও পর্যন্ত বিশ্বে ৩১০ মিলিয়ন ডলার বা ২০৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দীপিকা-ডিজেলের এই জুটি। শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ ব্যবসা করে ২০১৭-র ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’-এর রেকর্ডও করে ফেলেছে এই ছবি। চিনেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ট্রিপল এক্স। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে শুধুমাত্র চিন থেকেই ১৩৭ মিলিয়ন ডলার বা ১৩ কোটি ৭০ লক্ষ ডলার আয় করেছে এই ছবি।

এখনও পর্যন্ত ভারতে এই ছবি ব্যবসা করেছে ৫৪ কোটি। যার ৯১ শতাংশই আয় হয়েছিল মুক্তির প্রথম সপ্তাহেই। এ বছরের সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ডটি এরই মধ্যে পকেট পুরেছে ট্রিপল এক্স। ২৮৪ মিলিয়ন ডলার বা ২৮ কোটি ৪০ লক্ষ ডলার ব্যবসা করে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফিফটি শেডস অব গ্রে’র ট্রিলজি।

Advertisement

আরও পড়ুন: ভূত হয়ে সূর্যকে তাড়া করছেন অনুষ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement