Car Accident

Yashika Aannand: মহাবলীপুরমে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেত্রী, মৃত ১

পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৪:১৩
Share:

যাশিকা আনন্দ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী যাশিকা আনন্দ। ভর্তি রয়েছেন হাসপাতালে।

Advertisement

শনিবার মধ্যরাতে মহাবলীপুরমের রাস্তায় অভিনেত্রীর গাড়ি উলটে যায়। তাঁর তিন জন বন্ধুও ছিলেন গাড়িতে। এক বন্ধুর মৃত্যু হয় ঘটনাস্থলে।

রাত ১টা নাগাদ তীব্র গতিতে একটি এসইউভি গাড়িকে ছুটে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে যায় গর্তে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে আসেন। অভিনেত্রী-সহ আরও এক জনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃত্যু হয় যাশিকার বন্ধু ভালিচেট্টি ভবানির।

Advertisement

যাশিকার গাড়ি

পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আহতদের স্বাস্থ্যপরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কোনও মামলা দায়ের করা হবে না বলেই জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

‘কাভালাই ভেনডম’, ‘নোটা’, ‘ইরুত্তু আরাইয়িল মুরাত্তু কুত্থু’ প্রমুখ তামিল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন যাশিকা। তা ছাড়া তামিল ‘বিগ বিস ২’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement