Baba Ramdev

এ বার ‘নাচ বলিয়ে ৮’-এও বাবা রামদেব!

সদ্য সমাপ্ত আর্থিক বছরে ১০ হাজার ৫৬১ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড করেছে পতঞ্জলি। সাংবাদিক সম্মেলনে এ কথা নিজেই জানিয়েছিলেন রামদেব। দেশের ভোগ্যপণ্যের বাজারে জায়গা করে নেওয়ার পরে, এখন রেস্তোরাঁ ব্যবসাতেও নামতে চলেছে পতঞ্জলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ১৫:৫৫
Share:

ডান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে ৮’-এ বাবা রামদেব।

সদ্য সমাপ্ত আর্থিক বছরে ১০ হাজার ৫৬১ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড করেছে পতঞ্জলি। সাংবাদিক সম্মেলনে এ কথা নিজেই জানিয়েছিলেন রামদেব। দেশের ভোগ্যপণ্যের বাজারে জায়গা করে নেওয়ার পরে, এখন রেস্তোরাঁ ব্যবসাতেও নামতে চলেছে পতঞ্জলি। বিপণন বাজার দখল করার পর এ বার বিনোদন জগতেও একেবারে ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন যোগগুরু রামদেব। জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে ৮’-এ অতিথি বিচারকের ভূমিকায় দেখা যাবে বাবা রামদেবকে। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু ছবিতে নানা ভূমিকায় দেখা গেল যোগগুরুকে। ‘নাচ বলিয়ে ৮’-এর একটি পর্বের শুটিংয়ে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সঙ্গে সঙ্গে যোগাসনের প্রশিক্ষণও দিতে দেখা গেল তাঁকে।

Advertisement


অতিথি বিচারকের ভূমিকায় দেখা যাবে বাবা রামদেবকে।

জানা গিয়েছে, রামদেবের সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় ‘নাচ বলিয়ে ৮’-এ অংশগ্রহণকারী সেলিব্রিটিদের মধ্যে। নৃত্য প্রতিযোগীতার আসরে নতুন ভূমিকায় বাবা রামদেবকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। যদিও রিয়ালিটি শো-এর এই পর্বটি কবে সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন...
এক সঙ্গেই রয়েছেন সলমন-ক্যাটরিনা! প্রমাণ দিল দুবাইয়ের হোটেল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন