Ranveer Allahbadia controversy

‘সব কাজ বন্ধ হয়েছে’, হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েছেন! রণবীরের ভিডিয়ো ঘিরে চর্চা

অভিযোগও দায়ের করা হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে সমাজমাধ্যম ও ইউটিউবে হু-হু করে অনুসরণকারীর সংখ্যা কমছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১
Share:

বিতর্কে রণবীর ইলাহাবাদিয়া। ছবি: সংগৃহীত।

হাউহাউ করে কাঁদছেন রণবীর ইলাহাবাদিয়া। বিতর্কের মধ্যে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর মঞ্চে একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রণবীর। ধেয়ে আসছে একের পর এক তির্যক মন্তব্য। এমনকি অভিযোগও দায়ের করা হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে সমাজমাধ্যম ও ইউটিউবে হু-হু করে অনুসরণকারীর সংখ্যা কমছে। এর মধ্যেই রণবীরের কান্নাকাটির ভিডিয়ো ভাইরাল।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েছেন রণবীর ইলাহাবাদিয়া। ইউটিউবার সেই ভিডিয়োয় কাঁদতে কাঁদতে বলেছেন, “আমার খারাপ লাগছে, কারণ সব কাজ বন্ধ হয়ে গিয়েছে। আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। গোটা টিমের আসল চেহারা প্রকাশ্যে চলে এল। আমার জন্য সব কাজ বন্ধ হয়ে গেল।”

ভিডিয়ো দেখে অবাক রণবীরের অনুরাগীরা। এই ঘটনা সাম্প্রতিক নয়। ২০২১-এ সেই ভিডিয়ো ইউটিউবে পোস্ট করেছিলেন তিনি। করোনা অতিমারির সময় পজ়িটিভ রিপোর্ট আসার পরে এই ভিডিয়ো করেছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পরে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলেন রণবীর। তাঁর কারণে সহকর্মীদেরও করোনা হয়েছিল বলে এই মন্তব্য করেছিলেন রণবীর। সকলে করোনা আক্রান্ত হওয়ায় সেই সময় কাজ বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

সেই পুরনো ভিডিয়ো ফের নতুন করে ভাইরাল হয়েছে। ইউটিউবার হিসাবেই পরিচিত রণবীর। সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। অশালীনতা প্রচার করার অভিযোগ উঠেছে রণবীরের বিরুদ্ধে। দায়ের হয়েছে অভিযোগও। চাপে পড়ে ক্ষমা চেয়েছেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement