জীবনসঙ্গী পেয়ে গিয়েছি: যুবরাজ

অভিনেত্রী হেজেল কিচ জীবনে আসার পরই যেন প্রাণ ফিরে পেয়েছেন যুবরাজ সিং। নির্বিঘ্নে এনগেজমেন্ট সেরে ফেললেও টুইটার, ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সেই ছবি। আর এ বার জানিয়েই দিলেন যে হেজেলই হতে চলেছেন তাঁর জীবনসঙ্গী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০৯:১২
Share:

অভিনেত্রী হেজেল কিচ জীবনে আসার পরই যেন প্রাণ ফিরে পেয়েছেন যুবরাজ সিং। নির্বিঘ্নে এনগেজমেন্ট সেরে ফেললেও টুইটার, ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সেই ছবি। আর এ বার জানিয়েই দিলেন যে হেজেলই হতে চলেছেন তাঁর জীবনসঙ্গী। ঠিক ততটাই খুশি হেজেলও। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় জানালন সে কথা।

Advertisement

রবিবার যুবরাজ ফেসবুকে লেখেন, ‘‘হ্যাঁ আমি এনগেজড। কারণ আমি হেজেলের মধ্যে সারা জীবনের মতো বন্ধু পেয়েছি। মা বলেন হেজেন যেন একদম তাঁরই প্রতিফলন।’’ অন্য দিকে হেজেল লেখেন, ‘‘হ্যাঁ সত্যিই আমি বিয়ে করছি। যুবরাজের মতো এক জন দারুণ মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ।’’

বিয়ে কবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে যুবরাজের এখন সময়টা বেশ ভালই যাচ্ছে। ভক্তরা চাইছেন ভারতীয় দলে জলদি ফিরুন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement