Pujo Release 2025

ছবিমুক্তির আগেই বড় দাঁও! পুজোর আগে নাকি কোটির ঘরে নন্দিতা-শিবপ্রসাদ, কী ভাবে সম্ভব করলেন?

ছবিমুক্তির আগে সাধারণত এ রকম কিছু ঘটে না। অন্তত বাংলা ছবির ক্ষেত্রে। নন্দিতা-শিবপ্রসাদ কী ভাবে অসাধ্যসাধন করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৯:৫৫
Share:

এ বারের পুজো নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দখলে? ছবি: সংগৃহীত।

এ বছর বাংলা ছবি ঘুরে দাঁড়িয়েছে। ২০২৫-এর প্রথম আট মাসে মুক্তি পাওয়া অধিকাংশ ছবি ভাল ব্যবসা করেছে। সম্প্রতি, তেমনই হিসাব দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই তালিকায় তাঁর ‘কিলবিল সোসাইটি’ বা ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছাড়াও রয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’, দেবের ‘রঘু ডাকাত’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’, ঋতুপর্ণা সেনগুপ্তের ‘পুরাতন’-সহ একগুচ্ছ ছবি। তার পরেও টলিউডের আক্ষেপ, সমস্ত স্যাটেলাইট চ্যানেল নাকি বাংলা ছবির থেকে মুখ ফিরিয়েছে!

Advertisement

এমন যখন হা-হুতাশ তখনই গুঞ্জন, এই বিষয়েও নাকি মির‌্যাকল ঘটিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। মুক্তির আগেই তাঁদের দুটো ছবি ‘রক্তবীজ ২’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর সত্ত্ব কিনে নিয়েছে জি৫ সিনেমা স্যাটেলাইট চ্যানেল! এই দু’টি ছবি যথাক্রমে পুজো এবং বড়দিনে মুক্তি পাবে। তাঁদের ‘আমার বস’ ছবিটিও এই তালিকায় রয়েছে। এ বছর পরিচালক জুটির এই ছবিটিই আপাতত মুক্তি পেয়েছে।

কী করে এই অসম্ভব সম্ভব হল? জানতে শিবপ্রসাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। পরিচালক ফোনে অধরা। জুটির ছবির সমালোচকেরা কিন্তু অঙ্ক কষতে বসে গিয়েছেন! নানা মুনির নানা মত থেকে জানা যাচ্ছে, উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবির গল্প বা ‘কনটেন্ট’ই নাকি বাজিমাত করেছে। আন্তর্জাতিক মাতৃদিবসে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার বস’, যেখানে মা-ছেলের চিরাচরিত সম্পর্ক একালের নিরিখে দেখিয়েছে প্রযোজনা সংস্থা। খবর, ছবিটি এখন জাতীয় স্তরে ‘ট্রেন্ডিং ২’।

Advertisement

রইল বাকি পুজো এবং বড়দিনের ছবি। ২০২৩-এ প্রথম পুজোর ছবি ‘রক্তবীজ’ বানিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। ফলে, ছবির সিক্যুয়েল ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। আগের ছবির তারকা অভিনেতারা ছাড়াও এ বারের বাড়তি আকর্ষণ অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়। গানে, গল্পে, অ্যাকশনে মোড়া ছবিটির উপর তাই কি আগাম বাজি ধরলেন স্যাটেলাইট চ্যানেল কর্তৃপক্ষ? একই বক্তব্য পরিচালক অরিত্র মুখোপাধ্যায়-জ়িনিয়া সেনের জুটি নিয়েও। তাঁদের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সাফল্যের কারণেই সেই সময় আরও একটি প্রথম সারির স্যাটেলাইট চ্যানেল ছবির সত্ত্ব কিনে নিয়েছিল।

এ বছর পুজোয় চারটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। প্রত্যেকেই কোটির ঘরে পা রাখতে মরিয়া। ফলে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। সে দিকে নজর রেখে চুপ করে নেই নিন্দকেরাও। নাম না করে তাদের পাল্টা দাবি, এ ভাবেই এ বছরের পুজো এবং শীত জুটিতে তাঁদের দখলে রাখলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement