zubeen garg video

মৃত্যুর ঠিক ১৮ মিনিট আগে কী করছিলেন জ়ুবিন? কেমন অবস্থায় ছিলেন, প্রকাশ্যে আরও এক ভিডিয়ো

গায়কের মৃত্যুর কারণ নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেটি মনে করা হচ্ছে গায়কের মৃত্যুর মাত্র ১৮ মিনিট আগে রেকর্ড করা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭
Share:

আঠারো মিনিট আগে কী করছিলেন জ়ুবিন? ছবি: সংগৃহীত।

সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রয়াত গায়ক জ়ুবিন গার্গ। ২১ তারিখ গায়কের মরদেহ ফেরে অসমে। রবিবার শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন। কিন্তু, গায়কের মৃত্যুর কারণ নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেটি মনে করা হচ্ছে গায়কের মৃত্যুর মাত্র ১৮ মিনিট আগে রেকর্ড করা। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। রবিবার সেখান থেকে কফিনবন্দি হয়ে ফিরেছেন তিনি। জ়ুবিনের স্ত্রী গরিমা এ দিন রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে বিমানবন্দরে গিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়েন জ়ুবিনের স্ত্রী। গায়কের মৃত্যুর তদন্ত করতে অসম সরকারের তরফে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআর দায়ের করা হয় গায়কের ম্যানেজারের বিরুদ্ধেও। যদিও গায়কের স্ত্রী নিজেই সেই অভিযোগ প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছেন রবিবার।

এ দিকে গায়কের মৃত্যুর শংসাপত্রে স্পষ্ট জানানো হয়েছে যে তাঁর ‘জলে ডুবে’ মৃত্যু হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মৃত্যুর তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। এর মাঝে ভাইরাল হল একটি নতুন ভিডিয়ো। অনেকের দাবি, ওটি গায়কের মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগেই রেকর্ড করা ভিডিয়ো। সেখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে একটি প্রমোদতরীর অন্দরে রয়েছেন। দাবি, ওই ব্যক্তিই জ়ুবিন। তাঁর সঙ্গে রয়েছেন জনা সাতেক লোক। স্কুবা ডাইভিংয়ে নামার আগে জ়ুবিনের গাওয়া গানই শোনা হচ্ছিল। ভিডিয়ো দেখে অনেকেরই মত, ওই ব্যক্তি জ়ুবিন এবং ওই মুহূর্তে আনন্দেই ছিলেন গায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement