Garima Saikia Garg

অসুস্থ গরিমা শইকীয়া, ভর্তি করানো হল হাসপাতালে, হঠাৎ কী হল জ়ুবিনের স্ত্রীর?

জ়ুবিনের শেষ ছবির মুক্তির জন্য নিজেকে উজাড় করে কাজ করেছেন গরিমা। এরই মাঝে অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৩:২৭
Share:

(বাঁ দিকে) গরিমা শইকীয়া। জ়ুবিন গার্গ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত মাসের শেষ দিন মুক্তি পেয়েছে জ়ুবিন গার্গ অভিনীত ছবি ‘রই রই বিনালে’। গায়কের আকস্মিক প্রয়াণের পর থেকে স্বামীর মৃত্যুর বিচারের আশায় গরিমা শইকীয়া। তার পর জ়ুবিনের শেষ ছবির মুক্তির জন্য নিজেকে উজাড় করে কাজ করেছেন গরিমা। এরই মাঝে অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসাপাতালে ভর্তি করানো হল তাঁকে।

Advertisement

মঙ্গলবার রাত ১০টা নাগাদ অসুস্থ বোধ করতে শুরু করেন গরিমা। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, এই মুহূর্তে গরিমা বেশ দুর্বল, শরীরে জলের পরিমাণ কমেছে। যার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও গরিমা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা জানান, রাতের পর রাত না ঘুমোনোর ফলে শরীর আরও খারাপ হয়েছে তাঁর।

জ়ুবিন মারা গিয়েছেন প্রায় ৫০দিন হতে চলল। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে এক মুহূর্তও বিশ্রাম নিতে পারেননি গরিমা। শারীরিক ও মানসিক ধকলে বিধ্বস্ত তিনি। এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। আরও কয়েক দিন হাসপাতালে রাখা হবে তাঁকে। আপাতত স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন তিনি, সঙ্গে রয়েছেন জ়ুবিনের বোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement