জ়োহরানকে নিয়ে মীরা নায়ারকে কী বার্তা প্রিয়ঙ্কার? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নিউ ইয়র্কের মেয়রপদে নিযুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ মেয়র। সারা বিশ্বের মতে, জ়োহরানের জয় ঐতিহাসিক। তাঁর বিজয়সমাবেশে বেজেছে বলিউডের গান। বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁকে। এ বার জ়োহরানের জয় নিয়ে মন্তব্য করলেন নিউ ইয়র্কবাসী বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।
জ়োহরানের বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কাও। সেই সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “নিউ ইয়র্ক শহরের ১১তম মেয়র জ়োহরান মামদানিকে অভিনন্দন। ইতিহাস তৈরি হল।” সেই সঙ্গে জ়োহরানের মা তথা পরিচালক মীরা নায়ারকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়ঙ্কা। জুড়ে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।
২০১৬ সাল থেকে নিউ ইয়র্কে থাকতে শুরু করেন প্রিয়ঙ্কা চোপড়া। আমেরিকার ছোটপর্দার ধারাবাহিক ‘কোয়ান্টিকো’-তে কাজ করছিলেন তিনি। তার পরে আমেরিকার পপ তারকা নিক জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৮ সালে বিয়ে করেন প্রিয়ঙ্কা ও নিক। তার পর থেকে পাকাপাকি ভাবে নিউ ইয়র্কের বাসিন্দা ‘দেশি গার্ল’।
আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত জ়োহরান মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইর্য়কের মেয়র হয়েছেন মামদানি। জ়োহরানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর মা মীরা নায়ারও। তিনি মন্তব্য করেন, “এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।”