Bhoomi Pednekar

শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে প্রেম করছেন ভূমি? একান্ত মুহূর্তের ছবি ছড়াতেই শোরগোল

সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় রেস্তরাঁ ‘লা লোকা মারিয়া’-তে একসঙ্গে দেখা যায় আদিত্য ও ভূমিকে। ছবিশিকারিরা তাঁদের ক্যামেরাবন্দি করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:

আদিত্য ঠাকরের সঙ্গে প্রেম ভূমির? ছবি: সংগৃহীত।

বলিউডে কি নতুন প্রেমের গুঞ্জন? শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে কি সম্পর্ক ঘনীভূত হচ্ছে ভূমি পেডনেকরের? সম্প্রতি এমন জল্পনা মুম্বইয়ের টিনসেল টাউনে।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় রেস্তরাঁ ‘লা লোকা মারিয়া’-তে একসঙ্গে দেখা যায় আদিত্য ও ভূমিকে। ছবিশিকারিরা তাঁদের ক্যামেরাবন্দি করেন। দু’জনকে একসঙ্গে দেখতেই চক্ষু চড়কগাছ নেটাগরিকের। রেস্তরাঁ থেকে দু’জন যখন একসঙ্গে বেরিয়ে আসছিলেন, তখনই তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা।

দু’জনের পোশাকেও ছিল রংমিলান্তি। ভূমি পরেছিলেন কালো রঙের একটি পোশাক। অন্য দিকে আদিত্যের পরনে ছিল নীল রঙের ডেনিম প্যান্ট ও কালো রঙের টি-শার্ট, চোখে চশমা। ছবিশিকারিদের দেখে তাঁরাও হাসেন এবং‌ ছবি তোলেন। তবে সেই রেস্তরাঁয় একান্তে আদিত্য ও ভূমি গিয়েছিলেন, না কি সঙ্গে বন্ধুরাও ছিলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Advertisement

পরিণীতি চোপড়া ও স্বরা ভাস্করের পরে ভূমিও কি একজন রাজনীতিবিদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? সেই প্রশ্ন তুলছেন নেটাগরিক।

উল্লেখ্য, ‘দম লগা কে হাইশা’ ছবি থেকে বলিউডে অভিনয়ের সফর শুরু হয় ভূমির। তার পরে ‘টয়লেট: এক প্রেম কথা’ , ‘পতি পত্নী অউর উয়ো’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিছু দিন আগেই নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় ‘দ্য রয়্যাল্‌স’-এ অভিনয় করেছেন তিনি। ঈশান খট্টরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসিত হলেও বার বার কটাক্ষের শিকার হন ভূমি। নেটাগরিকের বক্তব্য, মুখে ও ঠোঁটে অস্ত্রোপচার করিয়ে নিজের সৌন্দর্য নষ্ট করেছেন ভূমি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement