জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।
জ়ুবিন গার্গের মৃত্যুতদন্তে গ্রেফতার আরও দুই। শুক্রবার সকালে অসম পুলিশ গ্রেফতার করেছে জ়ুবিনের দুই ব্যক্তিগত দেহরক্ষীকে। এই ঘটনায় এ বার গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
সিঙ্গাপুরে গায়কের আকস্মিক মৃত্যুর পর থেকে তোলপাড় গোটা দেশ। কী ভাবে মৃত্যু হল জ়ুবিনের, বার বার একই প্রশ্ন উঠছে। এ বার সেই কাণ্ডে জড়িত সন্দেহে গায়কের দুই নিরাপত্তা আধিকারিককে গ্রেফতার করা হল। তাঁদের নাম, নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য। ২০১৩ সালে বিহু উদ্যাপনের সময় হিন্দি গান গাওয়ার জন্য খুনের হুমকি পেয়েছিলেন গায়ক। সেই সময় তাঁর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তখন থেকেই ওই দুই আধিকারিক ছিলেন গায়কের নিরাপত্তার দায়িত্বে।
এই মৃত্যুতদন্তে নেমে এসআইটি-র হাতে আসে বিস্ফোরক তথ্য। জ়ুবিনের মৃত্যুর আগে ওই দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল বলে জানা যায়। একজনের অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকার লেনদেন হয় বলে খবর, যা তাঁদের বেতনের থেকে অনেকটাই বেশি। এসআইটি সূত্রে খবর, ওই দুই আধিকারিক জ়ুবিনের সঙ্গে সিঙ্গাপুরে যাননি। এর দু’দিন আগে জ়ুবিনের তুতো ভাই ও পুলিশ আধিকারিক সন্দীপন গার্গকে গ্রেফতার করা হয়েছিল। তার আগে গ্রেফতার হয়েছেন গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।