জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।
অসমে শোকের আবহ। গোটা দেশের বিনোদনদুনিয়া শোকস্তব্ধ। এরই মধ্যে জানা গেল, সদ্যপ্রয়াত জ়ুবিন গার্গের মৃত্যুর শংসাপত্রে (ডেথ সার্টিফিকেট) স্পষ্ট লেখা, তাঁর ‘জলে ডুবে’ মৃত্যু হয়েছে। যদিও সংবাদ সংস্থা সূত্রে খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মৃত্যুর তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে অসম সরকার।
সংবাদমাধ্যমকে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সিঙ্গাপুর হাই কমিশনের তরফে গায়কের মৃত্যুর যে শংসাপত্র পাঠানো হয়েছে তাতে জ়ুবিনের জলে ডুবে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অসম সরকারের তরফে তাদের কাছ থেকে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এটা তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। দুটো আলাদা জিনিস। আমরা সমস্ত নথি সিআইডি-র হাতে তুলে দেব। অসমের মুখ্যসচিব সিঙ্গাপুরের সরকারি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত পাওয়া যায়।”
রবিবার সকালে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন জ়ুবিন। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন। চোখের জলে তাঁরা বিদায় জানান তাঁদের প্রিয় শিল্পীকে।