বলিউডে ত্রিধার পা

তিনটে ছবির জন্য সই করেছেন ত্রিধা রায়চৌধুরী। খবর দিচ্ছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ততাঁর প্রথম ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’। তার পর সুদেষ্ণা রায় আর অভিজিৎ গুহ-র ‘যদি লভ দিলে না প্রাণে’। শ্যুটিং শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘খাদ’য়ের। এখনও কলেজের গণ্ডি পেরোননি ত্রিধা চৌধুরী। কিন্তু এর মধ্যেই ডাক পেয়েছেন মুম্বইয়ের ছবিতে! একটা নয়, দু’টো নয়, তিন-তিনটে ছবির জন্য কন্ট্র্যাক্ট সই করেছেন ত্রিধা। আর প্রযোজনা সংস্থাও বলিউডের নামকরা কর্পোরেট হাউস ইউটিভি!

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৪ ২২:৪৬
Share:

ছবি: সোমনাথ রায়, মেক আপ: অনিরুদ্ধ চাকলাদার

তাঁর প্রথম ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’। তার পর সুদেষ্ণা রায় আর অভিজিৎ গুহ-র ‘যদি লভ দিলে না প্রাণে’। শ্যুটিং শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘খাদ’য়ের।

Advertisement

এখনও কলেজের গণ্ডি পেরোননি ত্রিধা চৌধুরী। কিন্তু এর মধ্যেই ডাক পেয়েছেন মুম্বইয়ের ছবিতে! একটা নয়, দু’টো নয়, তিন-তিনটে ছবির জন্য কন্ট্র্যাক্ট সই করেছেন ত্রিধা। আর প্রযোজনা সংস্থাও বলিউডের নামকরা কর্পোরেট হাউস ইউটিভি!

কলকাতা ছেড়ে এখন মুম্বইতে পাড়ি দিয়েছেন ত্রিধা। তবে ছবির নাম প্রকাশ করতে ত্রিধা এখনও অনিচ্ছুক। কারণ? কন্ট্র্যাক্টের ঝামেলা। তবে এটুকু জানা গিয়েছে যে তাঁর প্রথম হিন্দি ছবিতে সহ-অভিনেতা হলেন কর্ণ সিংহ ওয়াহি, যাঁকে টেলিভিশনের বহু দর্শকই চেনেন ‘রিমিক্স’ সিরিজের রণবীর শিশোদিয়া আর ‘কুছ তো লোগ কহেঙ্গে’-র রোহন হিসেবে।

Advertisement

এ ছাড়াও কর্ণকে দেখা গিয়েছে ‘নাচ বালিয়ে ফাইভ’ এবং ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর অ্যাঙ্কর হিসেবে। কর্ণ আর ত্রিধা দু’জনের বলিউড ডেব্যু একই ছবিতে হতে চলেছে। ছবির গল্প নিয়ে কোনও আলোচনা করতে পারবেন না তিনি। শুধু হেসে বলছেন, “স্কুলে পড়া থেকেই কর্ণর ওপর আমার ক্রাশ ছিল, তবে ও কিছুই জানে না!”

আর কিছু দিনের মধ্যেই শ্যুটিং করতে সিমলা যাবেন ত্রিধা। প্রথম হিন্দি ছবির শ্যুটিংয়ের আনন্দ তো রয়েছেই। তা ছাড়াও এই গরমে মুম্বই/কলকাতা ছেড়ে পাহাড়ে কয়েকটা দিন কাটিয়ে আসার সুযোগটাও কম লোভনীয় নয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement