প্রতীকী চিত্র (ইনসেটে: শিক্ষিকা রুনা মুখোপাধ্যায় )।
বাংলা ভাষার প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে এবং শিক্ষার্থীদের শব্দভান্ডার সমৃদ্ধ করতে আনন্দবাজার ডট কম নিয়ে এসেছে অভিনব শব্দের খেলা— ‘শব্দ-জব্দ ২০২৫’। শুধু বিনোদনের জন্য নয়, এই খেলা বাংলা ভাষায় দক্ষতা ও আগ্রহ বৃদ্ধির এক সৃজনশীল উদ্যোগ।
এই বিষয়ে আলমপুর, হাওড়ার গুরু নানক পাবলিক স্কুলের সহ শিক্ষিকা রুনা মুখোপাধ্যায় বলেছেন, “আনন্দবাজার ডট কম-এর এই অভিনব প্রয়াস ‘শব্দ-জব্দ’ সত্যিই অতুলনীয়, অনবদ্য। আজ বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। সারা বিশ্বের দরবারে অতি প্রাচীন ভাষার স্বীকৃতি লাভ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত বাংলা ভাষাভাষীর মানুষ আজ গর্বিত। আর ঠিক সেই সময় এই শব্দের খেলা খুবই আকর্ষণীয়, যা শিক্ষার্থীদের শব্দভান্ডার যেমন তৈরি করবে তেমনি নিজস্ব দক্ষতার ও বিচার করবে। বাংলা ভাষার প্রতি ভালবাসা শিক্ষার্থীদের সর্বোপরি আকৃষ্ট করে তুলবে।”
“সেই ভাষার মধ্যে প্রাণ খুঁজে পাবে শিক্ষার্থীরা। আজ তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আনন্দবাজার ডট কম-এর এই ডিজিটাল প্ল্যাটফর্ম সত্যিই প্রশংসনীয়। বাংলা ও বাঙালীর আবেগ যুক্ত ‘শব্দ জব্দ’-র এই খেলা লক্ষ যোজন এগিয়ে যাক এই শুভকামনা।”
“আনন্দবাজার ডট কম থেকে আমদের বিদ্যালয়ের নির্বাচন করা শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য আমরা খুবই গর্বিত। বিশেষ করে একজন বাংলার শিক্ষিকা হিসাবে আমার খুবই ভাল লাগছে। বাংলা ভাষা আমাদের মায়ের মত শিক্ষার্থীদের বাংলার প্রতি ভীতি দূর করে, মা’-কে আপন করে নেবার এই প্রয়াস অভিনব।”
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।