Fashion for Summer

রোদে ছায়াসঙ্গী

রোদ থেকে বাঁচতে মাথায় থাকুক কেতাদুরস্ত টুপি। ছাতা নিতে ভুলে গেলেও সমস্যা নেই।

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ০৭:২৯
Share:

অড্রে হেপবার্নের ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ়’ ছবিতে অভিনেত্রীর মাথায় সেই চওড়া হ্যাট মনে পড়ে! ফ্যাশনেবল অ্যাকসেসরিজ় হিসেবে টুপির জনপ্রিয়তা আজও কম নয়। সম্প্রতি কানস চলচ্চিত্র উৎসবেও অভিনেত্রীদের কেতাদুরস্ত টুপি নজর কেড়েছে। রোদ আড়াল করার পাশাপাশি ফ্যাশনের অন্যতম অংশীদার এই ছায়াসঙ্গী। এখন নানা রকমের রংবেরঙের কেতাদুরস্ত হ্যাট পাওয়া যায় অনলাইনে বা খোলা বাজারে। কিন্তু কী ধরনের মেটেরিয়াল পছন্দ, কোথায় পরবেন... সে সব খেয়াল রেখেই গরমের টুপি বাছুন।

রকমফের

বেত দিয়ে বোনা টুপি যেমন পাবেন, তেমনই কাপড়ের টুপিও পাওয়া যায়। বাচ্চাদের জন্য কাপড়ের টুপি বেশি ভাল। কারণ বেতের জিনিস একটু ভারী হয়। বড়রা বেতের টুপি বাছতে পারেন। ঘোরার জন্য সঙ্গে নিলে ফোল্ডিং হ্যাট কিনুন।

আবার নিজের দরকার অনুযায়ী বিভিন্ন আকারের টুপিও কিনতে পারেন। যেমন বাকেট হ্যাট। এটা অনেকটা উল্টানো বালতির মতো মাথার উপরে বসে থাকে।

রয়েছে পানামা হ্যাট। স্ট্র দিয়ে বোনা এই টুপি বেশ হালকা। টুপির মাঝে কালো, খয়েরি ব্যান্ড দেখতেও ভাল লাগে।

গার্ডেন হ্যাট আবার বেশ চওড়া বেড়ের হয়। মাথা থেকে যাতে পড়ে না যায়, তাই থুতনির কাছে আটকানোর জন্য স্ট্র্যাপ লাগানো থাকে।

ফ্যাশনসঙ্গীও বটে

তবে সাজপোশাকের সঙ্গে মানিয়ে কেতাদুরস্ত হ্যাটও বেছে নিতে পারেন। তার জন্য রয়েছে তরঙ্গায়িত চওড়া বেড়ের ফ্লপি হ্যাট, ডার্বি হ্যাট বা বোটার হ্যাট ।

তবে হ্যাটের যত্নআত্তিও দরকার। বাইরে গিয়ে জলে ভিজে গেলে বা বালি লেগে গেলে, সেগুলো তখনই পরিষ্কার করে নিন। বাড়িতে হ্যাট স্ট্যান্ড না থাকলে কাবার্ডের একটা তাক রাখুন হ্যাটের জন্য।

সমুদ্রসৈকত, পাহাড় অথবা নেহাতই সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে বেরোলেন, রোদ সর্বত্র পিছু নেবে। তাই দিনের বেলায় কিছুটা ছায়া সঙ্গে থাকুক, আর ফ্যাশনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন