Met Gala 2025

মেট গালায় শাহরুখের লুক নিয়ে চর্চা, অভিনেতার হাতঘড়িটির দাম জানলে হতবাক হবেন

এই প্রথম মেট গালার লাল গালিচায় হাঁটলেন শাহরুখ খান। বলিউড বাদশার হাতের ঘড়িটি আলাদা করে অনুরাগীদের নজর কেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৭:২৩
Share:

মেট গালায় শাহরুখ খানের হাতঘড়িটি অনুরাগীদের নজর কেড়েছে। ছবি: সংগৃহীত।

৫ মে মেট গালায় শাহরুখ খানের অভিষেক হয়েছে। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের সাজে শাহরুখের লুক অনুরাগীদের মনে আলোড়ন তুলেছে। মেট গালায় কালো পোশাকে দেখা গিয়েছে অভিনেতাকে। বলিউড বাদশার পরনে ছিল সব্যসাচীর পরিকল্পিত একাধিক মূল্যবান গয়না। তবে আলাদা করে অনুরাগীদের নজর কেড়েছে অভিনেতার হাতের ঘড়িটি। ঘড়িটির দাম জানলে হতবাক হবেন।

Advertisement

শাহরুখের পরনের গয়না নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে সূত্রের দাবি, শাহরুখ যে ঘড়িটি পরেছিলেন, তার দাম নাকি একটি অ্যাস্টন মার্টিন ভ্যালিয়ান্ট গাড়ির সমান! সমাজমাধ্যমে শাহরুখের ঘড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে, তা দেখে নেটাগরিকদের একাংশ দাবি করেছেন, মেট গালার জন্য বাদশাহ পাটেক ফিলিপ কোম্পানির ‘গ্র্যান্ড কমপ্লিকেশনস ৬৩০০০জি’ মডেলের সীমিত সংস্করণের একটি ঘড়ি পরেছিলেন। ভারতীয় মুদ্রায় ঘড়িটির আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা! এখনও পর্যন্ত সুইস কোম্পানির তৈরি দুর্মূল্য ঘড়িগুলির মধ্যে অন্যতম এই ঘড়িটি। অনুরাগীদের একাংশের দাবি, শাহরুখের মতো সুপারস্টার এবং বিশ্বজনীন বৈগ্রহিক ব্যক্তির হাতে এ রকম ঘড়িই শোভা পায়।

তবে মেট গালায় শাহরুখের লুক নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও মতে, শাহরুখের পরিচিতির কথা মাথায় রেখেই সব্যসাচী তাঁকে ছিমছাম লুকে সাজিয়েছিলেন। অনুরাগীদের একাংশের দাবি, শাহরুখের লুক আরও ভাল হতে পারত।

Advertisement

চলতি বছরে বলিউড থেকে শাহরুখ ছাড়াও দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়ঙ্কা চোপড়া, কিয়ারা আডবাণীরা মেট গালার লাল গালিচায় হেঁটেছেন। এ ছাড়াও দেখা গিয়েছে ইশা অম্বানীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement