Liver Disease Symptoms

হাতে লালচে দাগ বা চুলকানি, লিভারের অসুখের ইঙ্গিত দেবে আপনার ত্বকই! মিলিয়ে নিন তালিকা দেখে

শরীরকে বিষাক্ত উপাদান থেকে মুক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার। কিন্তু তা যদি সঠিক ভাবে কাজ না করে, তার প্রভাব পড়ে ত্বকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৬:৫০
Share:

লিভারের অসুখের উপসর্গ। ছবি: সংগৃহীত।

শরীরের ভিতরে রোগ দানা বাঁধলে, তার বাহ্যিক আভাস দেখা যাবেই। কারও আগে, কারও পরে তা প্রকাশ পায়। কিন্তু কোনও না কোনও ভাবে ইঙ্গিত পাওয়া যাবেই। লিভারের ক্ষেত্রেও এমনই কিছু উপসর্গ স্পষ্ট হয়ে ওঠে। শরীরকে বিষাক্ত উপাদান থেকে মুক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার। কিন্তু তা যদি সঠিক ভাবে কাজ না করে, তার প্রভাব পড়ে ত্বকে। তাই ত্বকের বিশেষ কিছু পরিবর্তনকে অবহেলা না করে সময় মতো গুরুত্ব দেওয়া প্রয়োজন। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অভিজিৎ চৌধুরী এমনই ৪টি লক্ষণের কথা জানালেন।

Advertisement

১. ত্বক ও চোখ হলদে হয়ে যাওয়া- রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে ত্বক ও চোখ হলদেটে হয়ে যায়। এটি লিভারের সমস্যার অন্যতম সাধারণ লক্ষণ।

লিভারের সমস্যার অন্যতম লক্ষণ ত্বক ও চোখ হলদে হয়ে যাওয়া। ছবি: সংগৃহীত।

২. স্পাইডার অ্যাঞ্জিওমা- ত্বকের নীচে মাকড়সার জালের মতো ছোট রক্তনালীর জাল ছড়িয়ে পড়ে। সাধারণত মুখ, গলা বা বুকে এমন দেখা যায়। ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে গেলে এই উপসর্গ দেখা যায়। আর সেটি হয় লিভারের সমস্যা হলে।

Advertisement

৩. পামার অ্যারিথিমা- হাতের তালুতে লাল দাগ দেখা যায় ও প্রদাহ তৈরি হয়। অনেক ক্ষেত্রে তালু ফুলেও যেতে পারে। লিভার রোগাক্রান্ত হলে রক্তপ্রবাহ ও ইস্ট্রোজেনের বৃদ্ধি ঘটে। তখন এমন উপসর্গ দেখা দেয়।

৪. চুলকানি- শরীরে বাইল সল্ট জমে গেলে ত্বকে অস্বাভাবিক চুলকানি শুরু হয়, যা রাতের বেলায় আরও তীব্র হতে পারে। এটি অনেক সময় লিভারের সমস্যার সঙ্গে সংযুক্ত।

দেহের ভিতরে কোনও সমস্যা দেখা দিলে, শরীর সব সময়েই সঙ্কেত দেয়। আর সে দিকে নজর রাখা উচিত, যাতে রোগী সঙ্কটজনক পর্যায়ে পৌঁছে না যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement