Foods to avoid for breaking Fast

দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার পরে এই ৫টি খাবার কখনওই খাবেন না

দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার পরে খিদের পেটে হাতের কাছে যা পাওয়া যায়, তা-ই খেয়ে নেওয়ার প্রবণতা থাকেই। কিন্তু তার পরেও খাবার চয়ন করা উচিত ভেবেচিন্তে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:১১
Share:

ছবি : সংগৃহীত।

অফিসের কাজের চাপে হয়তো অনেক ক্ষণ মুখে একটি দানাও দিতে পারলেন না। খাওয়ার সুযোগ পেলেন যখন তখন আর স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর ভাবার ধৈর্য নেই। বা মানসিক অবস্থাও নেই। দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার পরে খিদের পেটে হাতের কাছে যা পাওয়া যায়, তা-ই খেয়ে নেওয়ার প্রবণতা থাকেই। কিন্তু তার পরেও খাবার চয়ন করা উচিত ভেবেচিন্তে। অনেক ক্ষণ না খেয়ে থাকার পরে যে পাঁচটি খাবার একেবারেই খাবেন না, তা হল—

Advertisement

১। চিনি বেশি আছে এমন খাবার

মিষ্টিজাতীয় যেকোনও খাবার খালি পেটে খেলে তা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

Advertisement

২। ভাজাভুজি

রোল, চাউমিন, চিপস, ভুজিয়া বা তেলেভাজা হজমের সমস্যা তৈরি করতে পারে।

৩। ক্যাফিন রয়েছে এমন পানীয়

ক্যাফিন রয়েছে এমন পানীয়, যেমন কফি, চা বা ক্যাফিন দেওয়া সোডা খালিপেটে খাওয়া উচিত নয়। কারণ তা থেকে অ্যাসিডিটি এবং বুকে জ্বালা ভাবের সমস্যা হতে পারে।

৪। ফাইবার বেশি এমন খাবার

কাঁচা সব্জি, ডাল, দানাশস্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। অন্য সময়ে তা শরীরের জন্য উপকারী হলেও খালিপেটে না খাওয়াই উচিত।

৫। মশলাদার খাবার

ঝাল সস, ঝাল এবং তেলমশলা দেওয়া খাবার, রগরগে তরকারিও খালিপেটে না খাওয়াই ভাল।

৬। ফ্যাট বেশি রয়েছে এমন খাবার

চর্বি দেওয়া মাংস, বা ক্রিম বেশি রয়েছে এমন মিষ্টি অথবা ফ্যাট বেশি রয়েছে এমন দুগ্ধজাত খাবার এড়িয়ে চলাই ভাল। এতে হজমের সমস্যার পাশাপাশি পেট ফাঁপার সমস্যাও দেখা দিতে পারে।

৭। অ্যালকোহল

অ্যালকোহল শরীরে জলের অভাব তৈরি করতে পারে। যা থেকে হজমের সমস্যাও হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement