Need New Glasses

মাঝেমধ্যেই চোখে ব্যথা, ঘোলাটে লাগছে চারপাশ? তবে কি চশমায় বদল দরকার? কী ভাবে বুঝবেন?

চশমা বদলের দরকার, বোঝার কি কোনও উপায় আছে? কোন লক্ষণে সতর্ক হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৭:১২
Share:

পুরনো চশমা বদলের দরকার, কখন বুঝবেন? ছবি: সংগৃহীত।

ছ’মাস আগেই চোখ দেখিয়েছিল স্কুলছাত্রী রিয়া। ছ’মাস পরে আবার কিছু সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে জানা গেল চশমার পাওয়ার বাড়াতে হবে। বছরের পর বছর একই চশমা ব্যবহার করছেন, কিন্তু সেটি বদলের দরকার আছে কি নেই, বুঝবেন কী করে?

Advertisement

চোখের রোগের চিকিৎসকেরা বলছেন, চশমার পাওয়ার কারও অল্প দিনেও বদলে যেতে পারে। কারও হয়তো দূরের জিনিস দেখতে সমস্যা, হঠাৎ করে তাঁর স্বল্প দূরত্বেও দৃষ্টি ঝাপসা মনে হতে পারে। চিকিৎসক মহেশ নারায়ণ মাথুর এক সাক্ষাৎকারে জানাচ্ছেন, ক্রমাগত স্ক্রিন টাইম বেড়ে যাওয়া, ল্যাপটপ, ডেস্কটপের দিকে তাকিয়ে দীর্ঘ ক্ষণ কাজের ফলে চোখে প্রভাব পড়ে। মায়োপিয়া-সহ একাধিক সমস্যা হয়। এমন অনেক লক্ষণ দেখা দেয়, যা হয়তো ছোট থেকে বড়রা তেমন গুরুত্ব দেন না। অথচ সেটি হতে পারে চোখের জন্যই।

কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হওয়া প্রয়োজন?

Advertisement

· চশমা পরার পরেও বিভিন্ন কোণ থেকে কোনও একটি জিনিসকে ঝাপসা দেখানো।

· ঘন ঘন মাথাব্যথা। চোখে জ্বালা।

· বেশ কিছুক্ষণ ল্যাপটপ বা ডেস্কটপের দিকে তাকিয়ে কাজের পর চোখে ব্যথা, অস্বস্তি।

· চোখ কুঁচকে কোনও জিনিস দেখার চেষ্টা করা।

· রাতে গাড়ি চালানোর সময় সমস্যা, বা রাতে গাড়ি থেকে চারপাশের আলো দেখতে অসুবিধা।

· কাছের জিনিস দেখতে সমস্যা।

চোখে পাওয়ার বাড়লে এমন সমস্যা হয়। তবে এ ছাড়াও নানা কারণে এমন হতে পারে। চক্ষুচিকিৎসকেরা সতর্ক করছেন, এ নিয়ে অবহেলা না করে বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। শুধু পাওয়ার বদল নয়, গ্লকোমা-সহ অনেক চোখের অসুখও এতে দ্রুত চিহ্নিত হতে পারে। সময়মতো চিকিৎসা করানো যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement