Alia Bhatt fitness

সুস্থ থাকতে নিয়মিত জিমে সময় কাটান আলিয়া, তালিকায় থাকে কোন কোন ব্যায়াম?

নতুন ছবির জন্য চাই সুঠাম দেহ। নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন আলিয়া ভট্ট। তাঁর শরীরচর্চার রুটিনে কোন কোন ব্যয়াম বেশি থাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৮:৫০
Share:

অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

সুস্থ থাকতে পছন্দ করেন আলিয়া ভট্ট। তাই নিয়মিত তিনি শরীরচর্চা করেন। মাঝেমধ্যে. অভিনেত্রী সেই ঝলক সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। শরীরচর্চার ক্ষেত্রে কোন কোন ব্যয়ামের উপর জোর দেন, জানালেন অভিনেত্রীর প্রশিক্ষক কর্ণ সাহনি।

Advertisement

সম্প্রতি, আলিয়ার শরীরচর্চার একটি ভিডিয়ো পোস্ট করেন কর্ণ। ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘আলিয়া এই পদ্ধতি উপভোগ করছেন এবং যা-ই হোক না কেন, নিজের একশো শতাংশ উজার করে দিচ্ছেন।’’ ওই ভিডিয়োয় আলিয়ার উদ্দেশে কর্ণকে নানাবিধ নির্দেশ দিতেও দেখা যাচ্ছে।

জিমে শরীরচর্চা করছেন আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম।

কী কী ব্যয়াম

Advertisement

কর্ণ জানিয়েছেন, জিমে নানা ধরনের স্ট্রেংথ ট্রেনিংয়ের উপরে জোর দিয়ে তাকেন আলিয়া। তার মধ্যে পুশ আপ, প্ল্যাঙ্ক, পুল আপ, জিম বল সহ স্কোয়াট করেন। পাশাপাশি সারা শরীরের স্ট্রেচিংয়ের উপরেও জোর দেন তিনি।

আলিয়ার শরীরচর্চার ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামী রণবীর কপূরের সঙ্গেও তুলনা টেনেছেন। রণবীরও নিয়মিত জিমে যান। ‘অ্যানিম্যাল’ ছবির জন্য সুঠাম দেহ তৈরি করতে রণবীর কঠিন ডায়েটে ছিলেন। নিয়মিত শরীরচর্চাও করতে হত তাঁকে। আলিয়া এই মুহূর্তে ‘আলফা’ ছবিটির প্রস্তুতি নিচ্ছেন। তার জন্যই অভিনেত্রীকে শরীরচর্চায় মন দিতে হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement