Abortion

৩৩ সপ্তাহ পর গর্ভপাত! সন্তান না রাখার সিদ্ধান্ত মায়ের, চিকিৎসকদের নয়: বম্বে হাই কোর্ট

২৯ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা মহিলার গর্ভের ভ্রূণে যে নানা রকম ত্রুটি রয়েছে, তা পরীক্ষায় ধরা পড়ে। তার পরই তিনি গর্ভপাত করার আবেদন জানান।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১০:০৫
Share:

প্রতীকী ছবি। ছবি: সংবাদ সংস্থা

অন্তঃসত্ত্বা অবস্থায় যে কোনও সময়ে যদি দেখা যায়, গর্ভের ভ্রূণে নানা রকম ত্রুটি রয়েছে, তা হলে সেই সন্তান রাখবেন কি না, তা ঠিক করবেন শুধু মা-ই, কোনও চিকিৎসকের দল বা মেডিক্যাল বোর্ড নয়, রায় বম্বে হাই কোর্টের। সেই মর্মেই এক অন্তঃসত্ত্বা মহিলাকে ৩৩ সপ্তাহের মাথায় গর্ভপাত করানোর অনুমতি দিল কোর্ট। ২৯ সপ্তাহের মাথায় মেডিক্যাল পরীক্ষায় জানা গিয়েছিল, ভ্রূণে নানা রকম জিনগত সমস্যা থাকায় সন্তানের মাথার আকার অত্যন্ত ছোট হতে চলেছে। এবং তার মস্তিষ্কের আকারও স্বাভাবিকের তুলনায় অনেকটা ছোট।

Advertisement

জাস্টিস বেঞ্চের গৌতম পটিল এবং এস জি দিজ জানিয়েছেন, এই ধরনের কেসে মায়ের অধিকারে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। তাঁরা বলেন, ‘‘এক জন মায়ের অস্তিত্ব, অধিকার, মতামত এবং সব জেনে কোনও সিদ্ধান্ত নেওয়ার আইনত অধিকারকে কোর্ট নাকচ করে দিতে পারে না।’’

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

হাই কোর্ট বলেছে, ‘‘এই ধরনের আবেদন খারিজ করে দেওয়া মানে আবেদনকারীর কাছ থেকে তাঁর মা এবং নারীত্বের সত্তাটুকুও ছিনিয়ে নেওয়া।’’

Advertisement

২২ ডিসেম্বর এই মহিলা ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। মেডিক্যাল পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভের সন্তানে একাধিক ত্রুটি রয়েছে। মাইক্রোসেফালি (স্বাভাবিকের তুলনায় মাথা ও মস্তিষ্কের আকার ছোট) ও লিসেনসেফালির (অত্যধিক মসৃণ মস্তিষ্ক) মতো জিনগত রোগের আভাস পাওয়ায় সেই মহিলা গর্ভপাত করাতে চান। কিন্তু যে হেতু অন্তঃসত্ত্বা হওয়ার ২৪ সপ্তাহের পর তিনি আবেদন করেন, মেডিক্যাল বোর্ড তাঁর আবেদন খারিজ করে দেয়। এবং তারা জানায় যে, শিশুর চিকিৎসা বিনামূল্যে যে কোনও সরকারি হাসপাতালে হয়ে যাবে। মহিলা গর্ভপাতই বেছে নিতে চেয়ে তখন হাই কোর্টের দারস্থ হন। ২০ জানুয়ারি এই রায় দেয় বম্বে হাই কোর্ট। সোমবার সেই রায় জনসমক্ষে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন