Christmas desserts

কেক খাওয়ার দরকার নেই, বড়দিনে চিনি ছাড়াই মিষ্টিমুখ করুন সুগারের রোগীরা, কী কী বানাতে পারেন?

বড়দিনে কেক খেতে পারছেন না। মিষ্টি তো কবেই বাদ হয়ে গিয়েছে। সুগারের রোগীরা তা হলে বড়দিনে কী খাবেন? চিনি বা মধু ছাড়া মিষ্টির কিছু রেসিপি রইল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১
Share:

চিনি,গুড়, মধু ছাড়াই মিষ্টি বানিয়ে নিন। ছবি: ফ্রিপিক।

সুগার ধরা পড়ার পরেই হয়েছে যত গোলমাল। মিষ্টি খেতে যতই ভালবাসুন, মুখে দেওয়াই যায় না। চিনি জীবন থেকে বাদই দিয়ে দিতে হয়। মিষ্টি হোক বা মিষ্টি জাতীয় যে কোনও খাবার, ছেঁটে না ফেললেই সুগার বেড়ে যাবে চড়চড় করে। কেকও তাই। বড়দিনে ফ্রুট কেক বা ওয়ালনাট কেক দেখে যতই লোভ হোক না কেন, তাতে চিনির মাত্রা দেখলেই ভিরমি খেতে হয়। কাজেই বাড়িতে বানানো ছাড়া গতি নেই। বড়দিনে মিষ্টিমুখ করতে যাঁরা মুখিয়ে রয়েছেন, তাঁদের জন্য চিনি ছাড়া কিছু মিষ্টি পদের প্রণালী রইল। এগুলি স্বাস্থ্যকর, বাড়ির ছোটরা ও বয়স্কেরা অনায়াসেই খেতে পারেন।

Advertisement

চিনি ছাড়া এমন কিছু বানান, যা শরীরে প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় খনিজের জোগান দেবে। আবার স্বাদেও ভাল হবে। মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে, আবার সুগারও বাড়বে না। রইল তিন রকম প্রণালী।

কাঠবাদাম ও কিশমিশের এনার্জি বল

Advertisement

বাদাম থেকে পাওয়া প্রোটিন ও ফাইবার রক্তে সুগার শোষণ ধীর করে রক্তে অতিরিক্ত শর্করা শোষণ করে নেয়। কিশমিশে রয়েছে পটাশিয়াম, যা হার্ট ভাল রাখে, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করতে পারে। কাঠবাদাম ও কিশমিশ দিয়ে সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন এনার্জি বল। এর জন্য লাগবে আধ কাপের মতো আখরোট, ২ চামচ কিশমিশ, ১ চামচ তিল ও সামান্য ঘি। প্রথমে কাঠবাদামগুলি শুকনো খোলায় হালকা ভেজে নিন। এ বার ভাজা বাদামগুলি অর্ধেক করে ভেঙে নিয়ে তাতে কিশমিশ মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। আঠালো মিশ্রণ তৈরি হবে। হাতে সামান্য ঘি নিয়ে সেই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো গড়ে নিন। প্রয়োজনে এতে পেস্তা ও ড্রাই ফ্রুটও মেশাতে পারেন।

চিনি ছাড়া মিষ্টি। ছবি: ফ্রিপিক।

কেকের মতোই কোক-বাদাম এনার্জি বাইটস

খেতে অনেকটা চকোলেট কেকেরই মতো। তবে এতে কোনও ময়দা বা চিনি থাকবে না। এটি বানাতে এক কাপের মতো কাঠবাদাম, ২ চামচ ডার্ক কোকো পাউডার, ৫-৬টি খেজুর ও সামান্য ভ্যানিলা এসেন্স নিতে হবে। প্রথমে কাঠবাদামগুলি মিক্সিতে গুঁড়িয়ে নিন। এতে খেজুর, কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে আঠালো মিশ্রণ বানিয়ে নিন। হাতে সামান্য ঘি মাখিয়ে ছোট ছোট বল বা চারকোনা বরফির মতো গড়ে নিন। ফ্রিজে আধ ঘণ্টার মতো রেখে সেট হতে দিন। তার পর উপরে ডার্ক চকোলেট ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে।

ওট্‌স-আপেলের পায়েস

চাল বা চিনির বদলে ওট্‌স ও আপেল দিয়ে পুষ্টিকর পায়েসও রেঁধে ফেলতে পারেন। ২ কাপের মতো ফ্যাট-ফ্রি দুধ, আধ কাপ ওট্‌স, ১টি বড় আপেল গ্রেট করে নিন। দুধ ফুটিয়ে ঘন করে নিন। তাতে ওট্‌স হালকা রোস্ট করে নিয়ে দিয়ে দিন। ওট্‌স সেদ্ধ হয়ে গেলে অল্প দারচিনি গুঁড়ো মিশিয়ে দিন। এ বার নামিয়ে নিয়ে এতে গ্রেট করে রাখা আপেল দিয়ে দিন। আপেলের নিজস্ব মিষ্টিত্বেই এটি সুস্বাদু লাগবে। তবে চাইলে সামান্য গুড় মেশাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement