দীপিকা কক্কর। ছবি: আনন্দবাজার ডট কম।
যকৃতের ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর। ইতিমধ্যেই অস্ত্রোপচারের হয়েছে, এখনও চলছে চিকিৎসা। কঠিন সফরের অভিজ্ঞতা দীপিকা তাঁর বিভিন্ন ভ্লগে ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি দীপিকা জানিয়েছেন চিকিসকেরা তাঁর রোবটিক সার্জারি করেছিলেন, এই পদ্ধতির কারণেই তাঁর শরীরে অস্বস্তিও কম হয়েছে আর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, সাধারণ অস্ত্রোপচারের মতো দীপিকার শরীরে এক বার নয়, ছ’ বার ফুটো হয়েছে, তবুও কিন্তু দীপিকা খুব সহজেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে রোবটিক সার্জারির কারণে। এই অস্ত্রোপচারের কারণে দীপিকার যন্ত্রণাও কম হয়েছে।
রোবটিক সার্জারি বিষয়টা ঠিক কী?
অনেকের মাথায় প্রশ্ন উঠতেই পারে যে, এ ক্ষেত্রে কি তা হলে রোবট অস্ত্রোপচার করে। না, হাত-পা নেড়ে চলা কোনও রোবট কিন্তু আসলে অস্ত্রোপচার করে না। করেন চিকিৎসকেরাই। এই ধরনের অস্ত্রোচরারের সময় লম্বা লম্বা হাতবিশিষ্ট যে যন্ত্র ব্যবহার করা হয়, সেটিই হল রোবট। তার হাতগুলিকে নিয়ন্ত্রণ করে রোগীর শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসক নিজেই। অর্থাৎ, বিভিন্ন অস্ত্রোপচারে যেমন নানা ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, এ ক্ষেত্রে সেই যন্ত্রটি হল একটি রোবট।
এই যন্ত্রের সাহায্যে রোগীর শরীরের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গ, শিরা-উপশিরার খুব স্পষ্ট ত্রিমাত্রিক ছবি দেখা যায়। যন্ত্রের চোখ দিয়ে দেখলে চিকিৎসক রোগীর শরীরের ভিতরের অংশগুলি প্রায় ৪০ গুণ বেশি বড় করে দেখতে পারেন। এ ক্ষেত্রে চিকিৎসক মনিটরে চোখ রেখে রোবটের হাতগুলিকে নিয়ন্ত্রণ করেন। ওই যন্ত্রের মাধ্যমে দেহে ক্ষুদ্র কয়েকটি ফুটো করে অস্ত্রোপচারের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় টেলিস্কোপিক ক্যামেরা। সঙ্গে ক্যামেরা, ছুরি, কাঁচি, সুচের মতো প্রয়োজনীয় সরঞ্জাম। সার্জারির জায়গার কাটাছেঁড়া, সেলাই— সবই হয় রোবট দিয়েই।
এই অস্ত্রোপচার কেন সুবিধাজনক?
এই অস্ত্রোপচারের ক্ষেত্রে অন্য অস্ত্রোপচারের তুলনায় রোগী দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। সূক্ষ্ম অস্ত্রোপচারের ক্ষেত্রে রোবটিক হাত খুব উপযোগী। যেখানে মানুষের আঙুল পৌঁছোনো বা ল্যাপরোস্কপি করা বেশ কঠিন, সেখানে তা অনায়াসে পৌঁছোতে পারে। রোবটিক হাতের আঙুলে একাধিক জয়েন্ট থাকায় অনেক দিকে ঘোরানো সম্ভব। শরীরের যে সব অংশে মাংস, রক্তজালিকার স্তর ভেদ করে চিকিৎসকের হাত পৌঁছোতে পারে না, সেখানে অবলীলায় পৌঁছে যাবে যান্ত্রিক হাত। সেলাইও হবে নিখুঁত। রোগীর রক্তক্ষরণ ও যন্ত্রণা কম হবে।
ক্যানসারের পাশাপাশি কোন কোন চিকিৎসার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়?
১) ইউরোলজিতে কিডনি ক্যানসার, প্রস্টেট ক্যানসার, টেস্টিকিউলার ক্যানসারের সার্জারি রোবট দিয়ে করা সম্ভব।
২) হার্টের অস্ত্রোপচারেও এই প্রযুক্তি ব্যবহার করছেন চিকিৎসকেরা।
৩) থাইরয়েডের অস্ত্রোপচার হচ্ছে রোবোটিক অ্যাসিস্টেড পদ্ধতিতে।
৪) হার্নিয়া, পিত্তথলির পাথরের অস্ত্রোপচারের ক্ষেত্রে রোবটিক সার্জাপি করা হয়।
৫) গাইনেকোলজিতে হিস্টেরেকোটমি, ওভারিয়ান সিস্টেকটোমিস, এন্ডোমেট্রিওসিস, গাইনেকোলজিক ক্যানসার সার্জারি রোবট দিয়ে হচ্ছে।