ফল খেয়ে জল খেতে কেন বারণ করা হয়? এই সব ফল খাওয়ার পরে জল খেলেই মুশকিল

যে কোনও খাবার খাওয়ার পর একটু জল খাওয়া অভ্যাস? তাতে তৃপ্তি হয়? ফলের পরেও কি খান? তবে এ বার একটু সতর্ক হওয়া জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৮:০২
Share:

ফল খেয়ে কেন জল খাবেন না, রইল আসল কারণ। ছবি: ফ্রিপিক।

ফল খাওয়ার পর জল খেতে নেই। ছোটবেলা থেকে এই কথাটাই বার বার শুনেছেন। যে কোনও খাবার খাওয়ার পরেই একটু জল খেলে তৃপ্তি হয়। ভাত খাওয়ার সময়েও জল খান অনেকে। তবে তাতে যতটা না ক্ষতি, তার চেয়ে অনেক বেশি ক্ষতি ফল খাওয়ার পরে জল পান করলে। কিছু কিছু ফল খাওয়ার পরে তো জল খাওয়া একেবারেই ঠিক নয়। জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক কারণ।

Advertisement

ফল খেয়ে জল খেলে কী হবে?

ফল শরীরের জন্য ভাল ঠিকই, কিন্তু তা হজম করা কঠিন। বেশ কিছুটা সময় লাগে ফল হজম হতে। ওই সময়ে নানা ধরনের উৎসেচক ও অম্লরস বার হয় পাকস্থলী থেকে। তার মধ্যে যদি জল খান, তা হলে অম্লরসের সঙ্গে জল মিশে গিয়ে হজমের প্রক্রিয়াই দুর্বল হয়ে যাবে। এতে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে পেটে, ফলে গ্যাসের সমস্যা বাড়বে।

Advertisement

হজম না হওয়া ফলের অংশ খাদ্যনালিতে থেকে গেলে তার থেকে হতে পারে সংক্রমণ। তখন প্রবল পেট ব্যথা হতে পারে। অম্বলও হতে পারে। শসা, তরমুজ, কমলালেবু, পাকা পেঁকে, আনারস, আমের মতো ফলের ক্ষেত্রে বিশেষ ভাবে সাবধান হওয়া জরুরি।

হজমের জন্য শরীরের নির্দিষ্ট পিএইচ মাত্রার প্রয়োজন। যে সব খাবারে জল রয়েছে তার সঙ্গে যদি আবার জল খাওয়া হয় তা হলে পিএইচ মাত্রা কমে যায়। ফলে তা হজমে ব্যাঘাত ঘটায়। ফাইবার ও জল থাকার কারণে পেঁপের মতো ফল খালি পেটে খেতে বারণ করা হয়।

ফল ঠিক মতো হজম না হলে তা ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দিতে পারে। তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

সকালের জলখাবার এবং মধ্যাহ্নভোজের মাঝে হালকা খিদে পায়? এই সময়েও ফল খেতে পারেন। তবে ওই সময়ে ফল খেয়ে জল খাবেন না ভুলেও। এতে বিপাকক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকগুলি নষ্ট হয়ে যেতে পারে।

রাতে শোয়ার আগে ফল না খাওয়াই ভাল। ফলের মধ্যে থাকা অ্যাসিডের কারণে পাকস্থলীর অস্বস্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। ফলে ঘুমের সমস্যা হয়। আর যদি রাতে ফল খেয়ে জল খেয়ে ফেলেন, তা হলেই মুশকিল। এতে অ্যাসিডের মাত্রা দ্বিগুণ হব। ফলে রাতে শুয়ে গলা-বুক জ্বালার সমস্যা বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement