চুল ধোয়ার সময় কোন ৫ ভুল এড়িয়ে চলবেন? ছবি: শাটারস্টক।
অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়াদাওয়ায় অনিয়মের কারণে চুল পড়ার পরিমাণ বাড়ে। অনেক ক্ষেত্রে আবার বংশগত কারণ, যত্নের অভাব বা যে কোনও শারীরিক সমস্যার কারণে চুল উঠে টাক পড়তে পারে। যা নিয়ে অনেকের মধ্যেই হীনম্মন্যতা জন্ম নেয়। অবসাদে ভুগতে থাকেন অনেকে। অনেক সময়ই আবার চুল ধোয়ার সময় কিছু ভুলের কারণেও চুল পড়তে শুরু করে। জেনে নিন, চুল ধোয়ার সময় দিনের পর দিন কোন ভুলগুলি করলে টাক পড়তে খুব বেশি সময় লাগবে না।
১) বন্ধুর চুলে কোনও শ্যাম্পু ভাল কাজ করছে বলেই আপনিও কিনে ব্যবহার করতে শুরু করলেন। বেশির ভাগ সময়ই শ্যাম্পু কেনার সময় আমরা বিশেষ ভাবি না। শ্যাম্পু কেনার আগে নিজের চুলের ধরন, কী সমস্যা রয়েছে, তার কী প্রয়োজন— এই বিষয়গুলি জানা ভীষণ জরুরি। এই বিষয়গুলি ভাল করে জেনেই উপযুক্ত শ্যাম্পু কিনুন।
২) বাজারচলতি অধিকাংশ শ্যাম্পুর মধ্যেই ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা চুলের ক্ষতি করে। শ্যাম্পু কেনার সময় বোতলের গায়ে লেখা কম্পোজিশন দেখে নিন। প্যারাবিন, সালফেট, সিলিকন আছে এমন শ্যাম্পু ব্যবহার করবেন না। হার্বাল শ্যাম্পু ব্যবহার করা ভাল। বিশেষ করে যদি চুলে সমস্যা থাকে।
৩) গরম জলে চুল ধোয়ার অভ্যাস থাকলে সেই অভ্যাস অবিলম্বে বন্ধ করুন। গরম জলে চুল ধুলে চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যায়।
৪) শ্যাম্পুর আসল কাজ মাথার তালু পরিষ্কার করা। শ্যাম্পু ধোয়ার সময় খুব সময় নিয়ে কাজটি করতে হবে। শ্যাম্পু ভাল করে না ধুলে চুলে চিটচিটে ভাব থেকেই যাবে। চুলের ময়লাগুলি তালুতে জমতে শুরু করবে, ফলে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যাবে।
৫) চুল ধোয়ার পর টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুছবেন না। এ তে কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে য়ায়। মাথায় টাওয়েল জড়িয়ে অতিরিক্ত জল ঝেরে ফেলুন। প্রয়োজনে মাইক্রো ফাইবার টাওয়েল ব্যবহার করতে পারেন। তার পর খোলা হাওয়ায় চুল শুকিয়ে নিন। চুল শুকোনোর সময় ড্রায়ার ব্যবহার করবেন না।