কত ক্ষণ অন্তর ডায়াপার বদলানো জরুরি? ছবি: সংগৃহীত।
শীতের সময়ে অ্যালার্জির সমস্যা ভোগায় অনেক শিশুকেই। সর্দিকাশি তো বটেই, ত্বকেও র্যাশ, চুলকানি হতে পারে। এই সময়ে একটানা বেশি ক্ষণ ডায়াপার পরিয়ে রাখলেও র্যাশ বেরোতে পারে শিশুর ত্বকে। অথচ শীতের দিনে বারে বারে শিশু পোশাক ভিজিয়ে ফেললে তার ঠান্ডা লেগে যাবে ভেবে বেশির ভাগ অভিভাবকই শিশুকে ডায়াপার পরিয়ে নিশ্চিন্ত থাকেন। কিন্তু অভিভাবকের কিছু ভুলের কারণে শিশুর ত্বকে র্যাশ, অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। তাই সঠিক নিয়ম জেনেই ডায়াপার পরানো উচিত। কত ক্ষণ ডায়াপার পরিয়ে রাখা যাবে, তা-ও জেনে রাখা জরুরি।
কী কী খেয়াল রাখবেন বাবা-মায়েরা?
১) ডায়াপার কেনার আগে অবশ্যই ভাল করে দেখে নিন এর কাপড়, কথা বলে নিন চিকিৎসকের সঙ্গে। নরম সুতির কাপড়ের ডায়াপারই কিনবেন।
২) প্রতি তিন-চার ঘণ্টা অন্তর অন্তর ডায়াপার বদলে ফেলুন। ডায়াপার শুকনো থাকলেও নির্দিষ্ট সময় অন্তর তা বদলানো জরুরি।
৩) ডায়াপার বদলানোর সময় কোনও ভেজা ওয়াইপ দিয়ে পরিষ্কার করবেন না, ভেজা তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভাল করে মুছে নিতে হবে। কোনও রকম ট্যালকম পাউডারও ব্যবহার করবেন না।
৪) সারা দিন শিশুকে ডায়াপার পরিয়ে রাখবেন না। এক বার ডায়াপার খোলার পর অন্তত আধ ঘণ্টা ওকে ডায়াপার ছাড়াই রাখুন। বাজারে এখন কাপড়ের ডায়াপার পাওয়া যায়, দিনের বেশির ভাগ সময় ওই সব ডায়াপার পরিয়ে রাখতে পারেন।
৫) ডায়াপার পরানোর আগে খানিকটা নারকেল তেল লাগিয়ে দিতে পারেন। এতে ত্বক ও ডায়াপারের মাঝে একটা ব্যবধান তৈরি হয়, র্যাশ বেরোনোর ঝুঁকি কমে।