Toxic Fruit Combination

আপেলের সঙ্গে কলা খেলেই মুশকিল, ফ্রুট স্যালাডে কোন ফলের সঙ্গে কোন ফলটি ভুলেও মেশাবেন না?

সব ফল একসঙ্গে মিশিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে ফেলেন? কোন ফলের সঙ্গে কোনটি খাওয়া যায় আর কোন কোন ফল মেশালে তা শরীরের ক্ষতি করে, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪
Share:

কোন কোন ফল একসঙ্গে খেলেই বিপদ? ছবি: ফ্রিপিক।

ফ্রুট স্যালাড মানেই সব ফল কুচিয়ে একসঙ্গে মিশিয়ে দেন? এই অভ্যাস কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ (এনআইএইচ)-এর তথ্য বলছে, কোন ফলের সঙ্গে কোন ফল খাওয়া ঠিক আর কোনটি নয়, তারও একটা নিয়ম আছে। ‘ফ্রুট কম্বিনেশন’ বলে একটি বিষয় আছে, যা নিয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই।

Advertisement

এনআইএইচ-এর তথ্য অনুযায়ী টক জাতীয় ফলের সঙ্গে মিষ্টি ফল মেশানো যাবে না। আবার যে ফলে জলের ভাগ বেশি, তার সঙ্গে অন্য কোনও ফল না মিশিয়ে খাওয়াই ভাল। যেমন তরমুজ খেলে কেবল সেটিই খাওয়া উচিত। তরমুজের সঙ্গে ফুটি বা আতা অথবা লেবু জাতীয় ফল, আঙুর মিশিয়ে খেলে বদহজম হবেই।

আবার যে ফলে স্টার্চ বেশি, তার সঙ্গে অধিক প্রোটিন যুক্ত ফল খাওয়া ঠিক নয়। যেমন, মর্তমান বা সিঙ্গাপুরি কলার সঙ্গে কিউয়ি, পেঁপে, অ্যাভোকাডো বা ব্ল্যাকবেরির মতো ফল খাওয়া ঠিক হবে না। এই সব ফল মিশিয়ে গেলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়বে।

Advertisement

অনেকেই আপেল, কলা, লেবু একসঙ্গে মিশিয়ে ফ্রুট স্যালাড তৈরি করেন। কিন্তু মনে রাখবেন, টক জাতীয় ফলের সঙ্গে মিষ্টি ফল মেশানো যায় না। যেমন আপেল, আঙুর, স্ট্রবেরি, বেদানা, পিচ ফলের সঙ্গে কখনওই কলা বা কিশমিশ মেশাবেন না। এইসব ফল একসঙ্গে খেলে অম্বল বাড়বে, মাথাযন্ত্রণা ভোগাবে, ক্লান্তি বাড়বে। অর্থাৎ শরীরের কোনও উপকারেই আসবে না।

সবচেয়ে খারাপ হল পাকা পেঁপের সঙ্গে লেবু খাওয়া। এই ভাবে খেতে থাকলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমবে। রক্তাল্পতার সমস্যাও দেখা দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement