Ear Locking in Flight

কানে চিঁ আওয়াজ! বিমান বা লিফটে সফরের সময়ে কেন তালা লেগে যায় জানেন? মুক্তির টোটকা শিখুন

উচ্চতার হেরফেরে কানে তালা লেগে যায়। যেমন বিমানে বা নাগরদোলায় অথবা লিফটেও এমন হতে পারে। কিন্তু সেটি কেন হয় জানেন? কী ভাবেই বা মুক্তি পেতে পারেন এই ঝঞ্ঝাট থেকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৯:৫০
Share:

বিমানে উঠেই কান বন্ধ হয়ে যায়? ছবি: সংগৃহীত।

বিমান মাটি ছাড়ার সময়ে, আবার মাটি ছোঁয়ার সময়ে কানে চিঁ আওয়াজ শুনতে পান? নাগরদোলায় চড়লেও একই কাণ্ড ঘটতে থাকে কি? বা লিফটে ওঠানামা করতে গেলে? ঘটনার পরিবেশ থেকেই স্পষ্ট, উচ্চতার হেরফেরে কানে তালা লেগে যায়। কিন্তু সেটি কেন হয় জানেন? কী ভাবেই বা মুক্তি পেতে পারেন এই ঝঞ্ঝাট থেকে?

Advertisement

বিমান বা লিফটে যাতায়াতের সময় কান কেন বন্ধ হয়ে যায়?

মানুষের কানের তিনটি অংশ রয়েছে— বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। মধ্যিখানের অংশে হাওয়া ভরা থাকে। সেটির সঙ্গে সংযুক্ত থাকে নাকের পিছনের অংশ। সংযোগের কাজটি করে ইউস্টেশিয়ান টিউব। আর সেটি বন্ধ হয়ে গেলেই কান বন্ধ হয়ে যাওয়ার অনুভূতিটি হয়। এই টিউবটি কানের ভিতরের বায়ুচাপকে শরীরের বাইরের বায়ুচাপের মতো এক রাখতে সাহায্য করে।

Advertisement

ইউস্টেশিয়ান টিউব। ছবি: সংগৃহীত।

বিমানে বা লম্বা লিফটে উপরে ওঠার সময়ে বা নীচে নামার সময়ে চারপাশের বায়ুচাপ দ্রুত পরিবর্তিত হতে থাকে। ইউস্টেশিয়ান টিউব ঠিক মতো খুলতে পারে না। সে সময়ে বাতাস মধ্যকর্ণের ভিতরে বা বাইরে যেতে পারে না। এর ফলে শরীরের ভিতরে আর বাইরে ভিন্ন ভিন্ন বায়ুচাপ তৈরি হয়। এই কারণেই কানে চিঁ বা কটকট আওয়াজ হয় অথবা বন্ধ হয়ে যায়। ঠান্ডা লাগলেও বা অ্যালার্জি হলেও এই টিউবে সমস্যা দেখা দেয়। ফুলে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে চাপের তারতাম্য ঘটতে থাকে।

কানে তালা লাগলে কী ভাবে মুক্তি পাবেন?

· বার বার ঢোঁক গিলতে হবে, বা জোর করে হাই তুলবে হবে, অথবা চিউইংগাম চিবোতে হবে। এগুলি ইউস্টেশিয়ান টিউব খুলতে সাহায্য করে।

· ভালসালভা ম্যানুভার অভ্যাস করতে পারেন। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নাক-মুখ বন্ধ করে ফেলুন। বেলুনের মতো ফুলিয়ে রাখুন। এর পর ধীরে ধীরে আলতো করে ফুঁ দিয়ে দিয়ে হাওয়া বার করুন।

· নাকের স্প্রে ব্যবহার করলে বন্ধ নাকের ভিতরে বাতাস চলাচল করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement