Operation Straight Spine by JIMSH

ছোটদের স্কোলিওসিস-মুক্ত জীবন উপহারে উদ্যোগী জেআইএমএসএইচ! থাকছেন বিদেশি শল্যচিকিৎসকেরাও

স্কোলিওসিস এবং শিরদাঁড়া সংক্রান্ত অন্য জটিল সমস্যা ভুগতে থাকা অল্পবয়সিদের অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে জেআইএমএসএইচ। বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ শল্যচিকিৎসকেরা শামিল হয়েছেন এই বিশেষ উদ্যোগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৩:২৫
Share:

স্কোলিওসিস আক্রান্ত ছোটদের চিকিৎসা করতে ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ আয়োজন জেআইএমএসএইচ-এর। —নিজস্ব চিত্র।

শিরদাঁড়ার গঠন সংক্রান্ত জটিল শারীরিক সমস্যায় ভুগতে থাকা অল্পবয়সি রোগীদের জীবন বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতার জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (জেআইএমএসএইচ)। স্কোলিওসিস এবং শিরদাঁড়া সংক্রান্ত অন্য সমস্যায় ভুগতে থাকা ছোটদের অস্ত্রোপচার করা হবে। জেএমআইএসএইচ-এর এই উদ্যোগে শামিল হওয়ার হওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা কলকাতায় আসছেন।

Advertisement

স্কোলিওসিসে আক্রান্তদের মেরুদণ্ডের ৩৩টি হাড়েই গঠনগত সমস্যা থাকে। মূলত বাড়ন্ত বয়সে ছোটদের শরীরে এই সমস্যা দেখা যায়। অনেক ক্ষেত্রেই আর্থিক সমস্যার কারণে বা রোগের জটিলতার কারণে স্কোলিওসিসকে সারা জীবন বয়ে নিয়ে চলতে হয় আক্রান্তদের। এই জটিল রোগাক্রান্ত ছোটদের চিকিৎসা করতে ‘অপারেশন স্ট্রেট স্পাইন’-এর আয়োজন করছে জেআইএমএসএইচ। হাসপাতালের এই বিশেষ আয়োজনে যোগ দিতে আসছেন প্যালেস্টাইনের হাড় এবং শিশুদের শিরদাঁড়া সংক্রান্ত শল্যচিকিৎসক আলয়েলদিন আহমেদ, ইটালির শিরদাঁড়া সংক্রান্ত শল্যচিকিৎসক মাসিমো বলসানো, ব্রিটেনের শিরদাঁড়া সংক্রান্ত শল্যচিকিৎসক গিরিশ স্বামী এবং ব্রিটেনের বার্মিংহামের অ্যানেস্থেশিওলজিস্ট নবীন সি মুরলী। তাঁদের সাহায্য করার জন্য থাকছেন জ্যাকলিন ক্রিচলে, জাডজি প্রোমিল্‌ডা, সারজিও সিসিলি এবং চেরি। তাঁরা চার জনেই আসছেন ব্রিটেন থেকে।

স্কোলিওসিস আক্রান্ত রোগীদের শিরদাঁড়ার হাড়ের সমস্যার জটিল এবং নির্ভুল অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান করা সম্ভব। প্রায় ৬-১০ ঘণ্টা লাগতে পারে একটি সফল অস্ত্রোপচারের জন্য। ‘অপারেশন স্ট্রেট স্পাইন’-এর এ বারের সংস্করণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ জন অল্পবয়সি রোগীর অস্ত্রোপচার করবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সফল অস্ত্রোপচার করে তাঁদের জীবন বদলে দেওয়ার লক্ষ্যেই এই ‘অপারেশন স্ট্রেট স্পাইন’-এর আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা জানাচ্ছেন, এর মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ উপহার পাবে ছোট ছোট রোগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement