কী কী নিয়ম মানলে ওয়াক্সিংয়ের পরে কষ্ট হবে না? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ওয়াক্সিংয়ের নাম শুনলেই ভয় পেয়ে যান? কিন্তু পুজোর আগে অবাঞ্ছিত লোম তুলে চকচকে ত্বক পেতে ওয়াক্সিং না করালেই নয়। তা হলে উপায়?
ত্বক যদি খুব স্পর্শকাতর হয় তা হলে ওয়াক্সিংয়ের পরে জ্বালা হতে পারে। অনেকের ত্বকে র্যাশ বেরিয়ে যায়। মুখেও ওয়াক্সিং করেন অনেকে। সে ক্ষেত্রে ওয়াক্সিং করে রোম তোলার ৩০ মিনিটের মধ্যে ত্বকে প্রদাহ শুরু হয়। তখন ব্রণ-ফুস্কুড়ি বেরোয়, অ্যালার্জি হতে পারে, আবার ত্বকে চাকা চাকা দাগও বেরোতে দেখা যায়। এই বিষয়ে চর্মরোগ চিকিৎসক কৌশিক লাহিড়ী জানালেন, প্রতি মাসে যাঁরা ওয়াক্সিং করেন এবং তার আগে ও পরে নিয়ম মানেন না, তাঁদের ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। ত্বকে রোমের আধিক্য বাড়ে। কেবল তা-ই নয়, ত্বকে পিএইচের ভারসাম্য নষ্ট হতে থাকে। সে কারণে ওয়াক্সিং করাতে হলে কিছু জিনিস মাথায় রাখতেই হবে। তা হলে ত্বকও ভাল থাকবে এবং আপনিও নিশ্চিন্তে পছন্দের পোশাক পরতে পারবেন।
ওয়াক্সিং করানোর আগে কী কী নিয়ম মানা জরুরি?
১) ওয়াক্সিং করানোর ২৪ ঘণ্টা আগে ত্বকের ‘এক্সফোলিয়েশন’ করা জরুরি। বিশেষ করে রোম তোলার আগে এই পদ্ধতি মেনে চলা ত্বকের জন্য ভাল। ওয়্যাক্সিং করার আগে ত্বকের অভ্যন্তরে লুকিয়ে থাকা মৃত কোষ দূর করুন। ত্বক থেকে মৃত কোষ সরানোর জন্য স্ক্রাবিং করতে পারেন। স্ক্রাবার বাজার থেকে কিনে আনতে পারেন, আবার বাড়িতেও বানিয়ে নিতে পারেন।
২) ওয়াক্সিংয়ের আগে ক্লিনজ়িং মিল্ক দিয়ে ভাল করে ত্বক পরিষ্কার করে নিন। যদি ঘাম বেশি হয়, তা হলে ঘাম শুকিয়ে তার পর ওয়াক্সিং করবেন।
৩) ওয়াক্সিং করানোর ঘণ্টাখানেক আগে কোনও রকম ময়েশ্চারাইজ়ার, লোশন বা সিরাম ত্বকে মাখবেন না।
৪) ত্বকের ধরন যদি শুষ্ক হয়, তা হলে রোম না তোলাই শ্রেয়। কারণ, শুষ্ক ত্বকে এমনিতে আর্দ্রতার পরিমাণ একেবারেই কম। ওয়্যাক্সিং করলে তা আরও শুষ্ক হয়ে যাবে। একান্তই যদি ওয়্যাক্সিং করতেই হয়, তা হলে দিন কয়েক আগে থেকে অ্যালো ভেরা জেল-যুক্ত ময়েশ্চারাইজ়ার মাখতে পারেন। তাতে ত্বক নরম হবে। তবে ওয়াক্সিংয়ের ঘণ্টাখানেক আগে কোনও ক্রিম মাখা চলবে না।
ওয়াক্সিংয়ের পরে যা যা করণীয়?
১) ওয়াক্সিংয়ের পর ত্বকে জ্বালা বা লালচে ভাব হলে ঠান্ডা জল বা বরফ দিয়ে সেঁক দিন।
২) ওয়াক্সিং করালে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ময়েশ্চারাইজ়ার মাখা খুব জরুরি। ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, প্রতি বার ওয়্যাক্সিং করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ক্রিম ব্যবহার করতে না চাইলে লোশন কিংবা তেলও মাখতে পারেন। তবে যে প্রসাধনীই ব্যবহার করুন, সেটি যেন অ্যালকোহল-মুক্ত হয়। তা হলে ত্বকে অস্বস্তি হবে না।
৩) ওয়াক্সিংয়ের পরে ২৪-৪৮ ঘণ্টা আঁটসাঁট বা সিন্থেটিক পোশাক না পরাই ভাল। এতে ত্বক আরও বেশি জ্বালা করতে পারে।
৪) ওয়াক্সিংয়ের পরে বেশি রোদে না ঘোরাই ভাল। কারণ ওই সময় ত্বক অনেক বেশি সংবেদনশীল থাকে। সূর্যের অতিবেগনি রশ্মির কারণে ত্বকে ফোস্কা পড়তে পারে।
৫) রোম তোলার অন্তত ২৪ ঘণ্টার মধ্যে গরম জলে স্নান করবেন না। এতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যাবে।
৬) মুখে ওয়াক্সিং করালে অন্তত ১২ ঘণ্টা কোনও মেকআপ বা রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করবেন না।
৭) রোমের আধিক্য থাকলে লেজ়ার থেরাপি করানো যেতে পারে। এখনকার লেজ়ার থেরাপি যন্ত্রণাহীন ও দীর্ঘস্থায়ী হয়। তবে তা খরচসাপেক্ষ।