COVID Help

Food For Covid Patients: কোভিড উদ্বেগের মধ্যেই রোগীদের জন্য খাবারের বন্দোবস্ত করছেন অনেকে, রইল যোগাযোগের নম্বর

অতিমারিতে মুশকিল আসান করতে কোমড় বেঁধে নেমেছেন শহর ও শহরতলীর একদল মানুষ। বিপদের পরোয়া না করেই খাবার তুলে দিচ্ছেন কোভিড আক্রান্তদের মুখে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ২০:২২
Share:

একদল মানুষ বিপদের পরোয়া না করেই খাবার তুলে দিচ্ছেন কোভিড আক্রান্ত মানুষের মুখে। ছবি: সংগৃহীত

কলকাতায় লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিভৃতবাসে থাকা মানুষের সংখ্যাও। বাড়িতে থাকলেও কোভিড আক্রান্তদের পক্ষে বাজারে যাওয়ার যেমন উপায় নেই তেমনই, অসুস্থ শরীরে অনেকেরই উপায় নেই রান্না করে খাওয়ারও। এই দুঃসময়ে মুশকিল আসান হতে কোমড় বেঁধে নেমেছেন শহর ও শহরতলীর একদল মানুষ, যাঁরা বিপদের পরোয়া না করেই খাবার তুলে দিচ্ছেন কোভিড আক্রান্ত মানুষের মুখে। রইল এমন কিছু মানুষ ও প্রতিষ্ঠানের তালিকা ও যোগাযোগের নম্বর।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। তিমির দত্ত চৌধুরী (সোদপুর), যোগাযোগ ৯৮৩০২৩৭৭৯৭, ৯৮৩০২০০৮৬০, ৭৮৯০৮৩০৯০৫।

২। অস্মিতা ও অনুরাগ (বেহালা, টালিগঞ্জ, গল্ফগ্রিন, লেক গার্ডেনস, যোধপুর পার্ক ও সন্নিহিত অঞ্চল), যোগাযোগ: ৮৪৮২০৫৫০২৫, ৯৭৪৮৬৪০২১৯।

Advertisement

৩। অঙ্কিতার মুডি ফুডি (সমগ্র কলকাতা), যোগাযোগ: ৯৬১০০৯৬৪৩৯।

৪। জিরা (সমগ্র কলকাতা), যোগাযোগ: ৯৮৩০০৬৬৬২৪।

৫। মনিকা আইন (সন্তোষপুর), যোগাযোগ: ৬২৮৯৯৫৬৪৩৪।

৬। অদিতি অরোরা (সমগ্র কলকাতা), যোগাযোগ: ৯৮৩১১৭৯০৭৯।

৭। হোম মেড (শখের বাজার), যোগাযোগ: ৯৮৩১৪৫০৭৭৩।

৮। সাইনি ভট্টাচার্যের রসিক (সল্টলেক, নিউটাউন, লেক টাউন, রাজারহাট, দমদম পার্ক, বাঙ্গুর, বাগুইআটি, চিনার পার্ক), যোগাযোগ: ৭৯৮০৮৪৭৮০৫।

৯। তুর্ণী ধর (গড়িয়া, বালিগঞ্জ), যোগাযোগ: ৯৯৮৭৫০৮৩৩৪।

১০। ঘর কি রসোই (সল্টলেক), যোগাযোগ: ৯০৫১৯১৯১৯১, ৯৮৭৪৯৮৭৭২৪।

১১। এগডালিয়া কোকিনা (দক্ষিণ কলকাতা), যোগাযোগ: ৮২৪০৭৯৮৯২৯।

১২। শ্বেতা জৈন ( সমগ্র কলকাতা), যোগাযোগ: ৯৮৭৪৯৮৭৭২৪।

১৩। নিতু শরাফ ( হেস্টিংস), যোগাযোগ: ৯৮৮৩১৩২৬৪৯।

১৪। অন্নপূর্ণা কিচেন ( বিমানবন্দর থেকে কাকুরগাছি), যোগাযোগ: ৬২৯০৩১৩৬৫৭।

১৫। কোভিড ১৯ ক্যান্টিন ( এইট বি, বিজয়গড়, পল্লীশ্রী, শ্রী কলোনি, নেতাজি নগর, গাঁধী কলোনি, রাণীকুঠি, বাঘা যতীন, গড়িয়া), যোগাযোগ:৭০৪৪৬৩০৮০৬, ৮৪২০২৬০৮৩৮।

১৬। দ্য হাংরি বিয়ার ( সমগ্র কলকাতা), যোগাযোগ: ৯৮৩১৩৯৭০১৮, ৮৩৩৫৮০২৮৩৮।

১৭। শৈলজা মুন্দ্রা ( আলিপুর), যোগাযোগ: ৯৮৩০২২০৫৯৪।

১৮। রানি’জ কিচেন ( ভবানীপুর), যোগাযোগ: ৯৮৩৬৫৫১৬১৬।

১৯। গুপ্তা ব্রাদার্স ( বিবাদীবাগ, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, মধ্য কলকাতা), যোগাযোগ: ৯৮৩৬১৯৯১৫৪।

২০। উন্নতি কিচেন (লেকটাউন), যোগাযোগ: ৯৮৩০৬১০০০৮।

২১। মুন্ধ্রা কিচেন (সমগ্র কলকাতা), যোগাযোগ: ৭০০৩৭৫২০০৮।

২২। ফুড অ্যাফেয়ার্স (গড়িয়া ও দক্ষিণ কলকাতা), যোগাযোগ: ৯৮৩৬১৬৯৪৬৯।

২৩। ফুড ফর ইউ (দক্ষিণ কলকাতা), যোগাযোগ: ৮০১৭৯৯৬৭৬৬।

২৪। লোপা’জ কিচেন (গড়িয়া), যোগাযোগ: ৯০৫১৬৪৩৪৩৫।

২৫। রেডি টু সার্ভ (দক্ষিণ কলকাতা), যোগাযোগ: ৯৩৩০৩৮৬৮৫১।

২৬। সুপার কিচেন (লেকটাউন), যোগাযোগ: ৭৪৩৯৬৬৩১২৪।

২৭। ইনরিতা’জ কিচেন (শিয়ালদহ থেকে পার্ক সার্কাস), যোগাযোগ: ৮৯১০০৮৯৪৪৭।

২৮। অ্যাঞ্জেলা কুকস, যোগাযোগ: ৭০৪৪৩৪৫২৭৪।

২৯। মিসেস কিচেন (সমগ্র কলকাতা), যোগাযোগ: ৮৯১০৯২৮৪০০।

৩০। ওজিএস কিচেন (সমগ্র কলকাতা), যোগাযোগ: ৮৬৯৭০৮২০৩৫।

৩১। নিসহত তাসনিম ( বেকবাগান), যোগাযোগ: ৮৬৯৭৭৬৭৯০৭।

কলকাতা শহরের বাইরেও রয়েছে এরকমই একাধিক পরিষেবা। দেখে নিন—
ফ্রেন্ডস কাফে (বারাসাত), যোগাযোগ: ৮০১৭৫৭৩২২৩

কমিউনিটি কিচেন (ইছাপুর), যোগাযোগ:৭৬০৪০২৪২৯৬

দীপাবলি (শিলিগুড়ি) , যোগাযোগ: ৮৬১৭৩৮৪৯৫৮

শ্যাম অ্যান্ড শোমেন ( ব্যারাকপুর) , যোগাযোগ: ৭০৫৯৮৫০০৮৪, ৭০০৩৭৫৪২২৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন