৭২ সপ্তাহে ওজন কমবে অনেকটাই, কী ওষুধ আসছে? ছবি: ফ্রিপিক।
ওজ়েম্পিক নিয়ে এত চর্চার মাঝেই ওজন কমানোর নতুন ওষুধ এসে গিয়েছে দেশের বাজারে। ওষুধটি নাম মাউনজেরো। আমেরিকার ওষুধ নির্মাতা সংস্থা এলি লিলির তৈরি এই ওষুধটি বহু বার ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার পরে এ দেশে বিক্রির জন্য ছাড়পত্র পেয়েছে। এই ওষুধটি আবার ডায়াবিটিসের চিকিৎসাতেও কাজে লাগে। এ বার আরও একটি নতুন ওষুধ আসতে চলেছে বলে খবর। এই ওষুধটির নাম অরফোরগ্লিপ্রন। এই ওষুধটিও তৈরি করেছে এলি লিলি।
ওজ়েম্পিক বা মাউনজেরোর থেকে কতটা আলাদা অরফোরগ্লিপ্রন?
অস্ট্রিয়ায় ভিয়েনায় ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ওষুধটির কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন গবেষকেরা। সে খবর প্রকাশিত হয়েছে ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ। ওষুধটির বিশেষত্ব হল, সেটি ওজ়েম্পিক বা মাউনজেরোর মতো ইঞ্জেকশনের মাধ্যমে নিতে হবে না। এটি খাওয়ার ওষুধ। নির্দিষ্ট ডোজ়ে খেলেই ওজন দ্রুত কমবে বলে দাবি নির্মাতা সংস্থার।
ওষুধটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষক সিয়ান হোয়ার্টন। তিনি জানিয়েছেন, স্থূলত্ব রয়েছে, এমন মানুষজনের উপর পরীক্ষা চলছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ওষুধটি ৬ মিলিগ্রাম, ১২ মিলিগ্রাম ও ৩৬ মিলিগ্রাম ডোজ়ে খাইয়ে তার ফলাফল দেখা হচ্ছে। দেখা গিয়েছে, ওষুধটি যাঁরা ৭২ সপ্তাহ টানা খেয়েছেন, তাঁদের ওজন অনেকটাই কমেছে। আর ওষুধটি খাওয়ার কারণে তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও হয়নি। আরও একটা সুবিধা হল, সুচ ফোটানোর দরকার পড়ছে না বলে নিজেরাই ওষুধটি নির্দিষ্ট ডোজ়ে খেতে পেরেছেন অংশগ্রহণকারীরা। আলাদা করে ক্লিনিকে যাওয়ার দরকার পড়েনি।
অরফোরগ্লিপ্রন ওষুধটি জিএলপি-১ হরমোনকে সক্রিয় করে তুলবে। এই হরমোনের কাজ হল খাবার বিপাকে সাহায্য করা ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। যাঁদের স্থূলতা রয়েছে অর্থাৎ বডি-মাস-ইনডেস্ক (বিএমআই) ৩০ বা তার বেশি, তাঁরা খেতে পারবেন এই ওষুধ। তবে টাইপ-২ ডায়াবিটিস থাকলে ওষুধটি খাওয়া যাবে না।
ওজন কমানোর নতুন ওষুধ কতটা কার্যকরী হচ্ছে, আদৌ এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া পরবর্তী সময়ে দেখা যাবে কি না, তা ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পরেই জানা যাবে।