Postpartum Diet Plan

কড়া ডায়েট নয়, প্রসবের পর ভালমন্দ খেয়েই ওজন ঝরিয়েছেন মাসাবা! কেমন ছিল তাঁর ডায়েট?

গত বছর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পোশাকশিল্পী মাসবা গুপ্ত। প্রসবের পর বেশ খানিকটা ওজন বাড়লেও এখন কিন্তু মাসবাকে দেখে তা বোঝার উপায় নেই। পোশাকশিল্পী জানিয়েছেন শরীরচর্চার পাশাপাশি রোজের ডায়েটে পুষ্টিকর খাবার রেখেই ওজন ঝরিয়েছেন তিনি।

Advertisement

, আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৩:২৪
Share:

ভালমন্দ খেয়েই রোগা হয়েছেন মাসাবা। ছবি: সংগৃহীত।

সন্তানধারণের সময়ে যেমন হবু মায়েদের ওজন বেড়ে যায়, তেমন প্রসব-পরবর্তী কালে শরীরে মেদের আধিক্য ঘটে। শারীরবৃত্তীয় নানা পরিবর্তনের কারণেই সহজে ওজন নিয়ন্ত্রণে আসতে চায় না। শরীরচর্চা করার মতো ক্ষমতাও থাকে না নতুন মায়েদের। পরিমিত ক্যালোরি গ্রহণ করে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু এই সময়ে সদ্যোজাতটিকে স্তন্যপান করাতে হয় বলে কড়া ডায়েট মেনেও চলা যায় না। তা হলে উপায়? গত বছর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পোশাকশিল্পী মাসবা গুপ্ত। প্রসবের পর বেশ খানিকটা ওজন বাড়লেও এখন কিন্তু মাসবাকে দেখে তা বোঝার উপায় নেই। পোশাকশিল্পী জানিয়েছেন শরীরচর্চার পাশাপাশি রোজের ডায়েটে পুষ্টিকর খাবার রেখেই ওজন ঝরিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে মাসাবা জানিয়েছেন প্রসব-পরবর্তী ছ’মাস তিনি ঠিক কী কী খেয়েছেন। মাসাবা জলখাবারে খেতেন আমন্ড মিল্ক আর ওট্‌স সঙ্গে খেজুরের গুঁড়ো আর হরেক রকম বেরি। দুপুরে মাসাবা খেতেন গ্রিলড বেসিল ফিশ সঙ্গে সব্জি। দুপুরে কাজে বেরোতে হলেও গ্রিলড কিছুই থাকত তাঁর ডায়েটে। বিকেলের দিকে কোনও দিন ডিমের ভুর্জি না হলে গ্রিক ইওগার্টের সঙ্গে ফল আর ড্রাই ফ্রুট। রাতের খাবারে থাকত পিনাট পাটার টোস্ট আর ডিম সেদ্ধ, এ ছাড়াও কোনও কোনও দিন বিটরুট চিকেন র‌্যাপ কিংবা ওট্সও খেতেন তিনি।

অনেক মহিলাই সন্তান প্রসবের পর চটজলদি ওজন ঝরাতে ক্র্যাশ ডায়েট শুরু করেন। তবে এই প্রকার ডায়েট কিন্তু কখনওই স্বাস্থ্যকর হয় না। কেন উপোস করে ওজন ঝরানো বা ক্র্যাশ ডায়েট স্বাস্থ্যসম্মত নয়?

Advertisement

ক্র্যাশ ডায়েটে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া হয় না, ফলে ইটিং ডিজ়অর্ডার দেখা দিতে পারে। ক্র্যাশ ডায়েটের পর যে ওজন বাড়ে, সে ক্ষেত্রে মেদ জমা হয় পেটে বা তলপেটে। এই মেদের কারণে ডায়াবিটিস, হৃদ্‌রোগ, ক্যানসারের ঝুঁকি বাড়ে। পুষ্টিবিদের পরামর্শ ছাড়া কোনও ডায়েট শুরু করা একেবারেই উচিত নয়। কারণ, ক্র্যাশ ডায়েটের ফল ভয়ানক হতে পারে।

মেয়েদের কাছে মা হওয়ার মতো আনন্দঘন মুহূর্ত আর নেই। তবে মা হওয়া তো মুখের কথা নয়! শরীর এবং মনের উপর দিয়ে যে পরিমাণ ঝড় বয়ে যায়, তা সহ্য করে নতুন মানুষটির মুখ দেখতে হয়। এই সময়ে মেয়েদের ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক। সন্তানজন্মের পরেও চট করে শরীর আগের আকার ফিরে পায় না। তার জন্য যথেষ্ট কসরত করতে হয়। ডায়েট করতে পারলেও ভাল হয়। তবে, প্রসব করার পর নতুন মায়েদের শরীর অনেক রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তা ছাড়া সন্তানকে নিয়মিত স্তন্যপানও করাতে হয়। তাই চট করে কড়া ডায়েটের মধ্যে যাওয়াও ঠিক নয়। শরীর দুর্বল থাকে, সে ক্ষেত্রে খুব বেশি কায়িক পরিশ্রম করতে গেলেও কিন্তু হিতে বিপরীত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement