হাতের তালুতেই রোগের ইঙ্গিত! ছবি : সংগৃহীত।
রোগমুক্তি না হোক রোগের উপসর্গ হাতের মুঠোয় বা আরও স্পষ্ট ভাবে বললে হাতের তালুতে!
হাত দেখে ভাগ্য পড়ায় বিশ্বাস করেন অনেকে। কিন্তু হাত দেখে যে নিজের শরীর-স্বাস্থ্যের কথাও জানা যায়, তা জানতেন কি? গবেষণা বলছে যায়। তবে তার জন্য হাতের রেখা নয়, দেখতে হবে হাতের তাপমাত্রা কেমন, হাতের ত্বকই বা কেমন রয়েছে? কারণ শরীরে, বিশেষ করে পেটের কোনও সমস্যা হলে তার ছাপ পড়ে হাতের তালুতে। বহু গবেষণায় এর প্রমাণ পাওয়া গিয়েছে। বিশেষ করে আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি বলছে, কারও লিভারের সমস্যা থাকলে তার ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে হাতে। জানা যেতে পারে থাইরয়েড এমনকি, ডায়াবিটিসের সমস্যার কথাও।
কোন উপসর্গ দেখলে বুঝবেন, সমস্যা রয়েছে?
হাতে হঠাৎ লালচে ভাব
হাতের তালুতে লালচে ভাব বাড়লে তা লিভারের রোগের লক্ষণ হতে পারে। একে বলা হয় পামার এরিথমা। থাইরয়েডের সমস্যা থাকলে কিংবা কোনও অটো ইমিউন ডিজ়িজ থাকলেও হাতের তালু লাল হতে পারে। এ ছাড়া অন্তঃসত্ত্বা মহিলাদেরও হাতের তালু লাল হতে পারে।
হাতের তালু অস্বাভাবিক গরম
প্রবল ঠান্ডাতেও কি হাতের তালু গরম থাকে? আগেকার দিনে দিদিমা-ঠাকুরমারা এমনটা হলে বলতেন পিত্তদোষ। এখনকার চিকিৎসকেরা বলছেন, হজমের সমস্যা থাকলে এমন হতে পারে। বিশেষ করে হজমে সাহায্যকারী ভাল ব্যাক্টেরিয়া নষ্ট হয়ে গেলেও এমন হতে পারে। এ ছাড়া হাইপার থাইরয়েডিজ়ম, উচ্চ রক্তচাপ, নিউরো এন্ডোক্রিন, ফাইব্রোম্যালজিয়ার মতো শারীরিক সমস্যার কারণেও এমন হতে পারে।
হাতের তালু অস্বাভাবিক ঠান্ডা
শীতকালে তো বটেই, অন্য সময়েও অনেকেরই মাঝে মধ্যে হাত ঠান্ডা হয়ে যায়। এর অর্থ হতে পারে, শরীরে রক্তসঞ্চালন ঠিকমতো হচ্ছে না। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম অর্থাৎ মানসিক উদ্বেগের জন্য পেটের সমস্যা হওয়ার প্রবণতা থাকলেও এমন হতে পারে।
হাত ঘামা
হাত ঘামার সমস্যাকে বলা হয় হাইপারহাইড্রোসিস। ডায়াবিটিস এবং থাইরয়েডের সমস্যা থাকলে ঘামের গ্রন্থি অতিসক্রিয় হয়ে পড়ে। তার ফলে হাতের তালুও ঘামে।
হাতে তালুতে শুষ্ক ভাব, চুলকানি
হাতের তালুতে শুষ্ক ভাব বা হাতের তালু চুলকালে বুঝতে হবে, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। এ ছাড়া লিভারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, ত্বকের অ্যালার্জির জন্যও এমন হতে পারে।
তবে হাতের তালু দেখে রোগের ইঙ্গিত মিললেও, রোগের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের দ্বারস্থ হওয়া জরুরি। হাতের তালুতে থাকা উপসর্গ শরীরের সমস্যা সম্পর্কে আপনাকে সতর্ক করতে পারে মাত্র।