Health

Health Benefits of Jackfruits: কোলন ক্যানসারের ঝুঁকি কমায়! আর কী ভাবে সাহায্য করে কাঁঠাল

অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন না। কিন্তু এর স্বাস্থ্যগুণের বিষয়ে কিছু জানা আছে কি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ২০:৫০
Share:

কাঁঠাল খান প্রাণভরে। ছবি: সংগৃহীত

গরম যতই কষ্টদায়ক হোক, বছরের এই সময়টিতেই সবচেয়ে সুস্বাদু কিছু ফল পাওয়া যায়। আম, জাম, তরমুজের ভিড়ে অনেকেই কাঁঠালের কথা ভুলে যান। অথচ এই ফলের রয়েছে হাজার গুণ। অনেকেই খুব একটা কাঁঠাল খেতে পছন্দ করেন না। কিন্তু এর স্বাস্থ্যগুণ জানলে এমন ভুল আর করবেন না।

Advertisement

কোন তিনটি কারণে খেতেই হবে কাঁঠাল?

১) শরীরে ভিতর থেকে শক্তি জোগাতে কাঁঠাল বেশ উপকারী। ফাইবারসমৃদ্ধ কাঁঠাল হজমশক্তি বাড়ায়। পেট পরিষ্কার রাখতেও দারুণ কার্যকর কাঁঠাল।

Advertisement

২) প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনসমৃদ্ধ কাঁঠাল চোখ ভাল রাখতেও অত্যন্ত কার্যকর। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

৩) কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়াতে কাঁঠাল খাওয়া অবশ্যই জরুরি। বিশেষ করে রক্তাল্পতার সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের বেশি করে কাঁঠাল খাওয়া জরুরি। এই ফল নিয়মিত খেলে পাইলস ও কোলন ক্যানসারের ঝুঁকিও কমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন