আঁচিল কখন চিন্তার কারণ হতে পারে? ছবি: সংগৃহীত।
আঁচিল হওয়ার প্রবণতায় নারী-পুরুষ উভয়েই সমান সমান। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঁচিলের সংখ্যাও বেড়ে যায়। যেমন, মধ্য বয়সের পর আঁচিল হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এ ছাড়া, যাঁদের ওজন খুব বেশি ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক সময় দ্বিতীয় ট্রাইমেস্টারে আঁচিলের প্রবণতা দেখা যায়।
ঠিক কী কারণে আঁচিল হয়?
ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও অনেক সময় আঁচিল হতে পারে। সেই কারণে অনেক সময় বগল, চোখের পাতা, কুচকি কিংবা ঘাড়ে এই ধরনের আঁচিলের আধিক্য হয়। ডায়াবিটিস কিংবা স্থূলতাও শরীরে অতিরিক্ত আঁচিলের কারণ হতে পারে। জিনগত কারণেও শরীরে আঁচিল দেখা দিতে পারে। শরীরে মেলানিনের উৎপাদন বেড়ে গেলেও আঁচিল হতে পারে। সূর্যের তাপে অনেক ক্ষণ থাকলে চামড়া পুড়ে যায়, সেই কারণেও আঁচিল হতে পারে।
চর্ম চিকিৎসকদের মতে, সাধারণত আঁচিল শরীরের পক্ষে ক্ষতিকর নয়। কিন্তু দেহের বিভিন্ন স্থানে আঁচিল হলে তা অস্বস্তির কারণ হতে পারে। সাধারণ আঁচিল হলে তাতে ব্যথা হওয়ার কথা নয়।
কী দেখে সতর্ক হবেন ?
১ আঁচিলের রং বদলালে সতর্ক হন। সাধারণত বাদামি রঙের আঁচিল হয়, রঙে কোনও রকম বদল এলে সতর্ক হন।
২ আঁচিলের চারপাশে ব্যথা হচ্ছে, সেই স্থানে রক্তপাত হচ্ছে, এমনটা হলে সতর্ক হন।
৩ একই অংশে হঠাৎ অনেকগুলি আঁচিল দেখা দিচ্ছে, তা হলে কিন্তু বিষয়টা স্বাভাবিক নয়। বিশেষত, যদি আঁচিল ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তবে তা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে।