দাঁতের ফাঁক থেকে খাবার বার করতে টুথপিকের সাহায্য নেন?
কব্জি ডুবিয়ে মাংস-ভাত খেলেন। রসনাতৃপ্তিও হল। তার পরই টের পেলেন দাঁতের ফাঁকে আটকে রয়েছে মাংসের ছিবড়ে। হাত দিয়ে শত চেষ্টাতেও বার করতে পারলেন না মাংসের টুকরোগুলি। ব্রাশ দিয়েও চেষ্টা জারি থাকল। এ দিকে, কোনও কিছুতেই কিছু হল না। তার পর মাথায় এল টুথপিকের কথা। দাঁতের ফাঁকে খোঁচাতে খোঁচাতেই সাফল্য এল ঠিক। খাবার আটকে থাকার অস্বস্তি দূর করতে টুথপিকের জনপ্রিয়তা প্রবল। কিন্তু সে বিষয়েই সতর্ক করলেন কলকাতার দন্ত্যচিকিৎসক ময়ূখ রায়।
চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর কাছে এমন রোগীর আনাগোনা অনেক, যাঁরা টুথপিকের ভক্ত ছিলেন বলে পরে সমস্যায় পড়েছেন। আর তাই ময়ূখ রায় আনন্দবাজার ডট কমকে বলছেন, ‘‘রোগীরা এসে বলেন, খাবার আটকে থাকে বলে টুথপিক ব্যবহার করেন, আর সেটি করতে গিয়েই মাড়িতে গর্ত হয়ে যাচ্ছে, দাঁতের ফাঁক বেড়ে যাচ্ছে, উল্টে আরও খাবার জমে যাচ্ছে। এমন অবস্থায় কী করা উচিত?’’
ডেন্টাল ফ্লস ব্যবহার করার পরামর্শ চিকিৎসকের।
টুথপিক ব্যবহার করলে দাঁতের কী ক্ষতি হয়?
দাঁত এবং মাড়ির সংযোগস্থলে একটি বিশেষ ধরনের লিগামেন্ট থাকে। তার নাম, পেরিয়োডোন্টাল লিগামেন্ট। এই লিগামেন্ট যদি কোনও কারণে একবার ক্ষতিগ্রস্ত হয়, তা হলে কখনও কোনও চিকিৎসা দিয়েই সারানো যাবে না। নতুন করে নিজে থেকে তৈরি হয় না আর। সে কারণে টুথপিক ব্যবহার করায় নিষেধাজ্ঞা চিকিৎসকের।
ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহারেও উপকার পাওয়া যেতে পারে।
টুথপিকের বদলে কী ব্যবহার করা উচিত?
দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে ডেন্টাল ফ্লস এবং ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করা যেতে পারে। ডেন্টাল ফ্লস সুতোর মতো একটি জিনিস। দু’টি দাঁতের ফাঁকে প্রবেশ করানো যেতে পারে খুবই সহজে। সেটি দিয়ে খাবার বার করে নেওয়া যেতে পারে। কিন্তু যাঁদের দু’টি দাঁতের মাঝের ফাঁক অনেকখানি, তাঁদের জন্য ডেন্টাল ফ্লস সুবিধাজনক নয়। সে ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ইন্টার ডেন্টাল ব্রাশ। এটি দিয়েও দাঁতের মাঝের প্লাক বা খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করার কাজ সুষ্ঠু ভাবেই হতে পারে বলে জানালেন চিকিৎসক।