এক ওষুধেই সারবে ফ্যাটি লিভার, কমবে ওজন। ছবি: সংগৃহীত।
ওজন কমানোর ওষুধ এ বার কাজ করবে ফ্যাটি লিভার সারাতে। সম্প্রতি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ‘সেমাগ্লুটাইড’ নামক ওষুধটিকে ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করার অনুমোদন দিয়েছে। ‘সেমাগ্লুটাইড’ ওষুধটি এর আগে ওজন নিয়ন্ত্রণে রাখতে ও ডায়াবিটিস রোগ নিরাময়ে ব্যবহার করা হত।
লিভারে ফ্যাট জমার কারণেই ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ রোগটি হয়। প্রথম দিকে এই রোগ ধরা না পড়লে লিভার সিরোসিস, লিভার ক্যানসার, এমনকি লিভার বিকল হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব জুড়ে ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। তাঁদের মধ্যে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যাও বাড়তির দিকেই। নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর ডায়েট, স্থূলত্ব এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। এই অসুখের সঙ্গে লড়াই করার মতো ওষুধ বাজারে তেমন নেই। তবে ‘সেমাগ্লুটাইড’ ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নয়া পথ দেখাবে, এমনটাই দাবি করছে এফডিএ।
এর আগে ২০২৩ সালে ফ্যাটি লিভারের চিকিৎসায় ‘রেসমিটিরম’ নামক ওষুধটিকে ব্যবহার করার অনুমোদন দিয়েছিল এফডিএ। এ বার ‘সেমাগ্লুটাইড’ হল নতুন সংযোজন। যে সব রোগীর ওবেসিটি আর ফ্যাটি লিভার, দুই-ই রয়েছে, তাঁদের চিকিৎসায় এই ওষুধটি বেশ কার্যকর হবে, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা।