Benefits of Raw Papaya Juice

কাঁচা পেঁপের রস কারা খেলে উপকার পাবেন? কী কী পুষ্টিগুণ আছে জানেন?

পেটের সমস্যায় যাঁরা ভুগছেন, গ্যাস-অম্বল বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাঁরা কাঁচার রস খেতে পারেন। আর কারা খাবেন জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭
Share:

কাঁচা পেঁপের রস খেলে কী কী উপকার হতে পারে? ছবি: ফ্রিপিক।

পাকা পেঁপে তো অনেকেই খান, কিন্তু কাঁচা পেঁপের রস খেয়েছেন কখনও? চিকিৎসকেরা বলেন, কাঁপা পেঁপের মধ্যে এমন পুষ্টিগুণ আছে যা শরীরের জন্য খুবই উপকারী।

Advertisement

কারা খাবেন কাঁচা পেঁপে?

পেটের সমস্যায় যাঁরা ভুগছেন, গ্যাস-অম্বল বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাঁরা কাঁচার রস খেতে পারেন।

Advertisement

ডায়াবিটিস থাকলেও কাঁচা পেঁপের রস খাওয়া যাবে। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে।

শরীরে প্রদাহ জনিত সমস্যা থাকলে ডায়েটে কাঁচা পেঁপের রস রাখা যেতে পারে।

ত্বকের নানাবিধ সমস্যা, অ্যালার্জি জনিত সমস্যা থাকলেও কাঁচা পেঁপের রস উপকারে আসতে পারে।

কী কী উপকার হবে?

হজমশক্তি বাড়াবে

কাঁচা পেঁপেতে আছে প্যাপাইন নামে উৎসেচক যা হজম ক্ষমতা বাড়াতে পারে। কাঁচা পেঁপের রস খেলে গ্যাস-অম্বলের সমস্যা কমবে, কোষ্ঠকাঠিন্য কমবে, পেঁট ফাঁপার মতো সমস্যাও দূর হবে।

মেদ ঝরবে

ছিপছিপে থাকতে ভরসা রাখতে পারেন কাঁচা পেঁপের উপর। পেঁপেতে রয়েছে ফাইবার, যা অতিরিক্ত ক্যালোরি ঝরাতে পারে। পেঁপেতে থাকা ফাইবার দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা দেখা দেয় না। ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও কমে।

ত্বকের স্বাস্থ্য

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কাঁচা পেঁপের রস ত্বকে কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেবে। ত্বকের চুলকানি, অ্যালার্জি জনিত সমস্যা থেকেও রেহাই দেবে। যে কোনও সংক্রমণ জনিত রোগের ঝুঁকি কমাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement