Winter

Cold and Cough: ধুলো থেকে বাঁচতে কি করোনার মাস্কই পরবেন? না কি অন্য কোনও মাস্ক

শুধু করোনার সংক্রমণ নয়, সর্দি-কাশি থেকে বাঁচতেও রোজকার জীবনেও মাস্কের ব্যবহার বজায় রাখুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ২০:২১
Share:

কাপড়ের মাস্ক ধুলোবালি আটকাতে সক্ষম। ছবি: সংগৃহীত

বঙ্গে শীত ঢুকছে। এ সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ বাড়ে। অনেকে ধুলোর কারণে এই সময়ে সর্দি-কাশিতে বেশি ভোগেন। তার সঙ্গে শুরু হয় গলাব্যথা, হাঁচি, জ্বর। এর থেকে নিজেকে বাঁচাতে প্রয়োজন হয় শক্তিশালী মাস্কের। অতিমারি সংক্রমণ ঠেকাতে আমরা এমনিই বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছি বিগত দু’বছর ধরে। তবে ধুলোবালির হাত থেকে বাঁচতে কাপড়ের মাস্কের ব্যবহার কার্যকরী হবে।

মাস্ক ব্যবহারের সময় অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে—

Advertisement

একই মাস্ক না ধুয়ে ব্যবহার না করাই ভাল। ছবি: সংগৃহীত

১) মাস্ক পরে বাইরে থেকে ঘুরে আসার পর দ্বিতীয় বার সেই মাস্ক আর ব্যবহার করবেন না।

২) ব্যবহারের আগে মাস্ক কেঁচে পরিষ্কার করে নিয়ে, তার পরে পরা উচিত। নয়তো বাইরের ধুলোবালি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শ্বাসনালীতে চলে যাবে। এতে বিপদের ঝুঁকি বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement