Tips for better financial life

পাঁচটি জায়গায় কখনও খালি হাতে যেতে নেই, জেনে নিন কোন কোন জায়গা

কয়েকটি জায়গায় কখনওই খালি হাতে যেতে নেই। এর ফলে জীবনে আর্থিক সঙ্কট সৃষ্টি হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫১
Share:

—প্রতীকী ছবি।

অতিথিদের বাড়িতে ঘুরতে যাওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা যখন কারও বাড়িতে বেড়াতে যাই, তখন কিছু না কিছু জিনিস নিয়ে যাই। কিন্তু সব সময় সকলের পক্ষে কিছু না কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় আবার নানা কারণে আমরা কিছু নিয়ে যেতে পারি না। কিন্তু এই কাজটি করা ঠিক নয়। কয়েকটি জায়গায় কখনওই খালি হাতে যেতে নেই। এর ফলে জীবনে আর্থিক সঙ্কট নেমে আসতে পারে। কিছু জায়গায় বেড়াতে গেলে কিছু না কিছু জিনিস অবশ্যই নিয়ে যেতে হয়। নিজের ইচ্ছা এবং সাধ্যমতো যে কোনও জিনিস নিয়ে যেতে পারেন। এতে আপনারই মঙ্গল হবে।

Advertisement

দেখে নেব কোন কোন জায়গায় খালি হাতে যেতে নেই:

মন্দির: কোনও মন্দিরে কখনও খালি হাতে যেতে নেই। সাধ্যমতো ফল বা মিষ্টি নিয়ে যেতে হয়।

Advertisement

গুরুর বাড়ি: যাঁদের গুরুমন্ত্র রয়েছে, তাঁরা গুরুর বাড়ি যাওয়ার সময় কখনও খালি হাতে যাবেন না। কিছু না কিছু নিয়ে তবেই যাবেন।

বিবাহিত কন্যার বাড়ি: বিবাহিত কন্যার বাড়িতে কখনও খালি হাতে যেতে নেই। কিছু জিনিস নিয়ে তবেই যেতে হয়। তবে কন্যার বাড়িতে টক জাতীয় কোনও খাবার নিয়ে যাবেন না।

বিবাহিত বোনের বাড়ি: বিবাহিত বোন বা দিদির বাড়িতে খালি হাতে যাওয়া যাবে না। সেখানেও কিছু নিয়ে তবেই যেতে হবে।

বন্ধুর বাড়ি: অনেকেই বন্ধুর বাড়িতে খালি হাতে চলে যান, এই কাজটি করা উচিত নয়। বন্ধুর বাড়িতে যাওয়ার সময়ও সাধ্যমতো জিনিস নিয়ে যাওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement