—প্রতীকী ছবি।
আমাদের আশপাশে নানা প্রকৃতির মানুষ রয়েছেন। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই পাঁচজন মানুষের প্রত্যেকের মধ্যেও কিছু না কিছু পার্থক্য থাকে। শাস্ত্র জানাচ্ছে, এই পরিবর্তনের অনেকটাই আসে রাশিগত পার্থক্য থেকে। এক জন মানুষ কেমন প্রকৃতির সেটা তাঁর রাশি থেকে কিছুটা হলেও বলে দেওয়া যায়। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ছয় রাশি এমন রয়েছে যাঁরা বন্ধু হোক বা প্রেমিক— চট করে বিশ্বাস করা যায় না। এরা যে কখন আপনার পিঠে ছুরি মারবেন, তা আগে থেকে টের পাওয়ার সাধ্যি প্রায় কারও নেই। বিশ্বাস হল যে কোনও সম্পর্কের ভিত্তি। কিন্তু সেই বিশ্বাসের দিক থেকে নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় না এই ছ’টি রাশিচক্র। একনজরে দেখে নিন সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে।
মেষ: তালিকায় প্রথমেই রয়েছে মেষ। মেষ রাশির জাতক-জাতিকা সাহসী স্বভাবের জন্য পরিচিত। কিন্তু মেষ রাশির ব্যক্তিরা কোনও পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনা ত্যাগও করতে পারেন। জ্যোতিষ অনুযায়ী, মেষ রাশির জাতকেরা ‘মুহূর্তের’ সঙ্গী হন। যে কোনও সময় কাছের মানুষকে দেওয়া কথাও অনায়াসে ভুলে যেতে পারেন। মেষ রাশির জাতক-জাতিকারা অস্থির। এঁরা চান এঁদের জীবন ক্রমাগত উত্তেজনায় ভরা থাকুক এবং তার জন্য এঁরা যে কোনও সীমানা অতিক্রম করতে পারেন। রাগী হওয়ার কারণে রাগের বশে যে কোনও প্রিয় মানুষের গোপন কথা জনসমক্ষে বলে দিতে পারেন মেষ জাতক-জাতিকারা। আর সে কারণেই মেশ রাশির উপর বিশ্বাস রাখা দায় বলেই মনে করেন অনেকে।
মিথুন: মজার স্বভাবের হওয়ার জন্য মিথুন রাশির জাতক-জাতিকাদের সঙ্গে মেলামেশা করতে ভালই লাগে। কিন্তু এঁদের মধ্যে স্পষ্টতার অভাব থাকে। ফলে চট করে বিশ্বাস করা যায় না এঁদের। মিথুন রাশির মন ক্রমাগত পরিবর্তনশীল হওয়ার কারণেও এঁদের চট করে বিশ্বাস করা যায় না। মিথুন রাশির জাতক-জাতিকারা তাঁদের দ্বৈত চরিত্রের জন্যও কুখ্যাত। এঁরা মানুষের মুখ থেকে যা শুনতে চান, তা বলতেই পছন্দ করেন। স্পষ্টবক্তা একেবারেই নন। তাই রাশিচক্রের এই রাশির জাতক-জাতিকাদের ‘গিরগিটি’ বললে ভুল হবে না।
সিংহ: মনোযোগ আকর্ষণ করতে পছন্দ করেন সিংহ রাশির জাতক-জাতিকারা। আর তার জন্য যে কোনও সীমা অতিক্রম করতে পারেন। ফলে নিজের আসল সত্তাকে অনেক সময় প্রকাশ্যেই আনেন না এঁরা। মানুষের গোপন কথা চেপে রাখার ক্ষেত্রেও ভাল নয় সিংহ রাশি। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও সিংহ জাতক-জাতিকাদের জুড়ি ফেলা ভার। আর সে কারণেই এঁদের চট করে বিশ্বাস করা যায় না।
বৃশ্চিক: বিশ্বাসযোগ্য নন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং আবেগ নিয়ে খেলা করার ক্ষেত্রে এঁদের মতো পারদর্শী আর কেউ হন না। গোপনীয়তা বজায় রাখতেও পারেন না। সব কিছুতেই কৌশল করে আসল উদ্দেশ্য লুকিয়ে রাখতে পছন্দ করেন এঁরা। কারও প্রতি রাগ পুষে রাখার জন্যও পরিচিত বৃশ্চিক। এঁদের প্রতিশোধস্পৃহাও বেশি। আর সে কারণেই বৃশ্চিক জাতক-জাতিকাদের চট করে বিশ্বাস করা যায় না।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা। তাঁদের স্বতঃস্ফূর্ত স্বভাবের কারণে মাঝেমাঝে তাঁরা এমন কিছু জনসমক্ষে বলে ফেলেন, যা বলা উচিত নয়। কাউকে চট করে কোনও কথা দিতে চান না এঁরা। কারও প্রতি কোনও আনুগত্যও থাকে না। আর সে কারণেই ধনুদের সঙ্গে যে কোনও ধরনের সম্পর্কে জড়ানোর আগে এক বার ভেবে নিয়ে এগোনোই ভাল।
কুম্ভ: কুম্ভ রাশি বুদ্ধিমান রাশি। আবেগের চেয়ে যুক্তিকে অগ্রাধিকার দেন এই রাশির জাতক-জাতিকারা। তাই আবেগঘন পরিস্থিতিতে এঁরা অবিশ্বস্ত বলেই বিবেচিত হন। কুম্ভ রাশির জাতকেরা বিদ্রোহী হিসাবেও পরিচিত। তাই সেই বিদ্রোহ করতে গিয়ে অনেক গোপন কথাও ফাঁস করে দিতে দু’বার ভাববেন না এঁরা।