Shani Puja Rules

সূর্যাস্তের আগেই শনিদেবের পুজো করেন? এতে রুষ্ট হন ‘রাগী ঠাকুর’! তাঁর পুজোর সঠিক উপায় ও সময় জেনে নিন

শনিদেবকে তুষ্ট করার নানা সহজ উপায় রয়েছে। কিন্তু সে সবের সঙ্গে শনিবার করে শনিদেবের পুজোও করতে হবে। যদিও সেই পুজো করার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিদেব কর্মফলদাতা গ্রহ। তাঁর নাম শুনে শঙ্কিত হলেও, তিনি যে সকলের কেবল ক্ষতিই করেন এই ভাবনা ঠিক নয়। শনিদেব যে ব্যক্তির উপর কৃপা বর্ষণ করেন, তাঁর মতো সুখী খুব কম মানুষই হন। সমস্ত কাজে সফল হন সেই ব্যক্তি। জীবনে কোনও দুঃখ থাকে না। তবে তাঁর কৃপা লাভ করার জন্য তেমন কাজও করতে হবে। শনিদেব এক বার যদি কারও উপর রুষ্ট হন, তা হলে সেই মানুষের জীবনে দুঃখের অন্ত থাকে না। যেমন কাজ করা হবে, শনিদেব তেমনই ফল প্রদান করবেন। শনির অশুভ প্রভাবে যেমন শারীরিক ও মানসিক সমস্যার মধ্যে পড়েন জাতক, তেমনই আর্থিক সঙ্কটে ভুগতে হয় তাঁকে।

Advertisement

শনিদেবকে তুষ্ট করার নানা সহজ উপায় রয়েছে। কালো কুকুর ও কাককে নিয়মিত খাবার দিলে, বয়োজ্যষ্ঠ মানুষের যত্ন নিলে, দক্ষিণা কালী, মহাদেব ও হনুমানজির পুজো করলে তুষ্ট হন শনিদেব। কিন্তু এ সবের সঙ্গে শনিবার করে শনিদেবের পুজোও করতে হবে। যদিও সেই পুজো করার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে। শনিদেবকে সাধারণত বাড়িতে রাখা হয় না। তাই পাড়ার মন্দিরে গিয়েই তাঁর পুজো দিতে হয়। তবে সে ক্ষেত্রে কোনও ভুল করলে ‘রাগী ঠাকুর’-এর রাগ আরও বৃদ্ধি পাবে। তাই তাঁর আরাধনার সঠিক নিয়মগুলি জেনে নিন।

শনিদেবের পুজোর সঠিক নিয়ম:

Advertisement

১. সময়ের অভাবে অনেকেই সকালে শনিদেবের পুজো করে থাকেন। কিন্তু এই কাজ করা ভুল। সূর্য অস্ত যাওয়ার আগে কখনও শনিদেবের পুজো করতে নেই। জ্যোতিষশাস্ত্র মতে, শনিদেব ও সূর্যদেব হলেন একে অপরের শত্রু। তাই সূর্যের আলো থাকাকালীন শনিদেবের পুজো করা যাবে না। সূর্য অস্ত যাওয়ার পরই তাঁর পুজো করতে হবে।

২. শনিদেবের পুজোয় লাল ফুল ব্যবহার করা যাবে না। নীল বা সাদা রঙের ফুল তাঁর পুজোয় ব্যবহার করা যেতে পারে। অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই তাঁকে এই ফুল অর্পণ করতে পারেন।

৩. শনিদেবের সামনে আটটা মোমবাতি ও ধূপকাঠি জ্বালাতে হবে। কারণ ৮ হল শনিদেবের সংখ্যা। তাই আটটা মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে তাঁর আরাধনা করতে হবে।

৪. কালো তিল ও তিলের তেল অর্পণ করা যেতে পারে। এতে ভাল ফল পাবেন। শনিদেব যদি আপনার প্রতি রুষ্টও হন, তা হলে তাঁর রাগ কমবে।

৫. সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তাতে একটি লোহার পেরেক দিয়ে শনিদেবের পায়ের সামনে রেখে দিন। শনিবার করে লোহার জিনিস দান করতে পারলেও খুব ভাল হয়। তবে সেটি সম্ভব না হলে সর্ষের তেলের প্রদীপের মধ্যে লোহার পেরেক রেখে শনিদেবকে সেটিই অর্পণ করুন।

৬. শনিদেবের প্রসাদ কখনও ঘরের ভিতর নিয়ে খাওয়া উচিত নয়। তাই এই প্রসাদ বাড়ির বাইরে খেয়ে জল দিয়ে হাত, পা ও মুখ ধুয়ে ঘরের ভিতর প্রবেশ করুন। প্রসাদ সকলের সঙ্গে ভাগ করে খান। বাড়তি প্রসাদ নষ্ট না করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement