জীবনে শত্রুর সৃষ্টি হয় কী ভাবে

জ্যোতিষশাস্ত্রে জাতক বা জাতিকার জন্মকালীন ছকে গ্রহের অবস্থানে কীভাবে শত্রুর সৃষ্টি হয়? দেখে নেওয়া যাকঃ—

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০০:০১
Share:

জ্যোতিষশাস্ত্রে জাতক বা জাতিকার জন্মকালীন ছকে গ্রহের অবস্থানে কীভাবে শত্রুর সৃষ্টি হয়? দেখে নেওয়া যাকঃ—

Advertisement

১। কোনও জাতক বা জাতিকার জন্মছকে শনি নীচস্থ হয়ে ষষ্ঠে থাকলে নিকৃষ্ট জাতীয় লোক শত্রুতা করে।

২। কোনও জাতকের জন্ম সময় যদি ষষ্ঠপতি অষ্টম স্থানে থাকে তবে তার বিপদ নানা ভাবে আসে। সে পরস্ত্রীতে রত হয়। ফলে বন্ধু বিচ্ছেদ, হানাহানি, এমনকি জীবন নাশ অবধি হতে পারে।

Advertisement

৩। মঙ্গল ষষ্ঠস্থানে শত্রু গৃহে বা নীচস্থ হলে পীড়া ভোগ করে এবং ভূমিনাশ হয় জাতকের।

৪। কোনও জাতক বা জাতিকার জন্মছকে চতুর্থে যদি অষ্টমপতি থাকে তাহলে তাদের বন্ধুলাভ খুব একটা হয় না। বন্ধু সামান্য হলেও বন্ধুরা বিরোধী হয়ে থাকে এবং বাবার সঙ্গেও প্রায়ই বিরোধ ঘটে।

৫। যে সব জাতকের ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করে, তাদের স্ত্রীনাশের আশঙ্কা থাকে। কখনও কখনও পুত্র সন্তানেরও ক্ষতি হতে পারে। আবার স্ত্রীয়ের সেভাবে কোনও ক্ষতি যদি না হয় তব তারা জাতকের সঙ্গে নানাভাবে শত্রুতা করে থাকে।

৬। যদি কোনও জাতকের সপ্তমভাব দুর্বল এবং সপ্তমপতি অশুভ স্থানে অবস্থান করে এবং একই সঙ্গে চতুর্থ স্থান অশুভ থাকে তবে তাদের স্ত্রী বন্ধুর সাহায্যে প্রবল ক্ষতি করে থাকে। এমনকী স্ত্রী বন্ধুর পরামর্শে গৃহত্যাগী হয়ে থাকে।

৭। চমৎকার চিন্তামণি গ্রন্থে লিখিত আছে সপ্তম ভাবগত শনি সুন্দর স্ত্রী ও হিতকামী বন্ধু সঙ্গ দিতে পারে না।

ক্রমশ..........

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement